ETV Bharat / sitara

Sangeet er Mahajuddho grand finale: কে পাবে সেরার শিরোপা ? আসছে সঙ্গীতের মহাযুদ্ধের গ্র‍্যান্ড ফিনালে

author img

By

Published : Dec 17, 2021, 2:30 PM IST

কে পাবে সেরার শিরোপা ? এই রবিবার আসছে রাজ চক্রবর্তী প্রযোজিত (Raj Chakraborty tv show) মিউজিক রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'র গ্র‍্যান্ড ফিনালে (Sangeet er Mahajuddho grand finale)৷

raj-chakraborty-tv-show-sangeet-er-mahajuddho-grand-finale-coming-on-sunday
কে পাবে সেরার শিরোপা ? আসছে সঙ্গীতের মহাযুদ্ধের গ্র‍্যান্ড ফিনালে

কলকাতা, 17 ডিসেম্বর: রাজ চক্রবর্তী প্রযোজিত (Raj Chakraborty tv show) মিউজিক রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'র গ্র‍্যান্ড ফিনালে (Sangeet er Mahajuddho grand finale) আসন্ন । কে হাসবে জয়ের হাসি ? জানুন এই রবিবার ।

অনেক পর্বের লড়াই পেরিয়ে এ বার চূড়ান্ত পর্বের পালা । বাংলা টেলিভিশনের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'র গ্র‍্যান্ড ফিনালে (grand finale of Sangeet er Mahajuddho) আসন্ন । কে পাবে সেরার তকমা তা জানতে আর বেশিদিন বাকি নেই । উস্তাদ রশিদ খান, জিৎ গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ ভট্টাচার্যের মতো তাবড় তাবড় বিচারকদের বিচারে কে হাসবে বিজয়ের হাসি, সেটাই দেখার পালা এ বার ।

প্রতিযোগীরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত নিজেদের গানের কেরিয়ার নিয়ে । কেউই নতুন প্ল্যাটফর্ম পাননি । জনপ্রিয় সব মঞ্চে তাঁরা আগেও গেয়েছেন । এখানেও দেখালেন নিজেদের পারদর্শিতা । চূড়ান্ত পর্বে গাইবেন প্রিয়ম, আরফিন, শ্রয়ী, শালিনী এবং প্রীতম । লড়াই হবে হাড্ডাহাড্ডি । বাকিটা বিচারকমণ্ডলীর হাতে । সময় বলবে কার দৌড় কত দূর । 19 ডিসেম্বর রবিবার রাত 9টায় বসবে গ্র‍্যান্ড ফিনালের আসর ।

আরও পড়ুন: Shiboprosad Mukherjee on Fatafati : কথা রাখলেন শিবপ্রসাদ, উইন্ডোজের পরের ছবিতে গাইবেন শুচিস্মিতা

রাজ চক্রবর্তী প্রযোজিত এই মিউজিক রিয়ালিটি শো শুরুর দিন থেকেই হিট । মীরের সঞ্চালনায় তা পেয়েছিল আলাদা মাত্রা । বিভিন্ন সময়ে এই রিয়ালিটির মঞ্চে নানাবিধ তর্কবিতর্কের খবর পাওয়া গেলেও শো-টিকে কখনও দর্শকের সমালোচনার সম্মুখীন হতে হয়নি ।

raj-chakraborty-tv-show-sangeet-er-mahajuddho-grand-finale-coming-on-sunday
কে পাবে সেরার শিরোপা ? আসছে সঙ্গীতের মহাযুদ্ধের গ্র‍্যান্ড ফিনালে

এ বার চূড়ান্ত পর্বের দিন আসন্ন । দেখা যাক, বিজয়ীর জয় দেখে দর্শকের কী প্রতিক্রিয়া হয় ! কেননা এর আগে আমরা এক বিনোদন চ্যানেলের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো-তে বিজয়ীর বিজয়ের পর নানাবিধ তর্ক, সমালোচনার ঢেউ দেখেছি । যা বিজয়ীকে বেদনা দিয়েছে । দক্ষ বিচারকদের বিচার নিয়েও প্রশ্ন উঠেছিল তখন । এ বার আরও একবার ফিনালের পথে অন্য একটি চ্যানেলের মিউজিক রিয়ালিটি শো ।

আরও পড়ুন: উদিত-অভিজিতের সুরের জাদু, সঙ্গীতের মহাযুদ্ধে '90-এর ইশারা

19 ডিসেম্বর ঠিক রাত 9টায় টিভির পর্দায় বসছে জমজমাট আসর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.