ETV Bharat / sitara

'পুষ্প বীণা' আবিষ্কার করলেন পন্ডিত দেবাশিস ভট্টাচার্য

author img

By

Published : Dec 1, 2019, 2:33 PM IST

g
dfg

ভারতের প্রাচীন সুর ও ফোক মিউজ়িককে সারা বিশ্বের সামনে তুলে ধরবে এই যন্ত্র । পন্ডিত তন্ময় বোসের সহযোগিতায় এই অত্যাধুনিক বাদ্যযন্ত্র তৈরি করেন পন্ডিত দেবাশিস ভট্টাচার্য ।

কলকাতা : এক নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করলেন পন্ডিত দেবাশিস ভট্টাচার্য । নাম 'পুষ্প বীণা'। ভারতের প্রাচীন সুর ও ফোক মিউজ়িককে সারা বিশ্বের সামনে তুলে ধরবে এই যন্ত্র । পন্ডিত তন্ময় বোসের সহযোগিতায় এই অত্যাধুনিক বাদ্যযন্ত্র তৈরি করেন তিনি ।

পন্ডিত দেবাশিস ভট্টাচার্যের উদ্যোগে গতকাল দক্ষিণ কলকাতা একটি সভাঘরে উদ্বোধন করা হয় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভালের । যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী, বিক্রম ঘোষ, পন্ডিত অনিন্দ্য চাটার্জি, পারুপল্লি ফাল্গুন ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।

hg
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা

এই নতুন বাদ্যযন্ত্র সম্পর্কে পন্ডিত অজয় চক্রবর্তী বলেন, "পুষ্প দিয়ে আমরা পুজো করি । আর আমি চাই ওঁর বীণা যেন পুষ্প হয়ে ভগবানের চরণে ঠাঁই পায় । আর তার সুর যদি মানুষের ভালো লাগে এর থেকে বড় তো আর কিছু হতে পারে না । আমি দেবাশিসকে অনেকদিন ধরেই চিনি । পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা ওঁর সবসময়ই ছিল । তাই আমি একটাই কথা বলব সকলের আশীর্বাদ নিয়ে ও এগিয়ে যাক এবং শাস্ত্রীয় সংগীতকে নতুন দিশা দেখাক ।"

পন্ডিত তন্ময় বোস বলেন," পুষ্প বীণা আবিষ্কার দেবাশিস করেছে । আর যত বাদ্যযন্ত্র বাজায়, প্রতিটাই ও নিজে আবিষ্কার করেছে । পুষ্পবীণা জন্ম হওয়ার গল্পটা আমি জানি । কারণ, আমরা যখন ইউরোপে যাচ্ছিলাম তখনই এ বিষয়ে কথাবার্তা শুরু হয় । আর সেখানেই অনেক কাজ হয়েছিল । আমার মনে হয় উচ্চাঙ্গসংগীতকে যাঁরা ভালোবাসবে তাঁরা এই বাদ্যযন্ত্রটিকে গ্রহণ করবেন ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: উঠতি প্রজন্মের উচ্চাঙ্গসংগীত ও শাস্ত্রীয় সংগীতের ঘরানা যারা নিজেদেরকে দেখতে চান তাদের জন্যই সঙ্গীতকার নিজের উদ্যোগে এবং পন্ডিত তনময় বোস এর সহযোগিতায় উদ্ভাবন করলেন পুষ্প বীণার। এই পুষ্প বীনা হলো এমন একটি যন্ত্র যেটি, ভারতের প্রাগৈতিহাসিক সুর এবং ফক মিউজিককে সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। নতুন এই পুষ্প বীনা যন্ত্রটি এতটাই আধুনিক এবং এতটাই অনন্য যে এই যন্ত্রের সাহায্যে সুরের স্থায়িত্ব অনেক বেশি যা ভারতীয় সংগীত কে বিশ্বের সংগীতের থেকে অনেকটাই আলাদা করে রাখে। পন্ডিত দেবাশীষ ভট্টাচার্যের উদ্যোগে গতকাল দক্ষিণ কলকাতা জিডি বিড়লা সভাঘর উদ্বোধন হলো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভ্যালের। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত বিক্রম ঘোষ, পন্ডিত অনিন্দ্য চাটার্জী, বিদওয়ান শশাংক সুব্রামানিয়াম, পারুপল্লি ফাল্গুন ও মেয়র পারিষদ দেবাসিশ কুমার।


Body:পন্ডিত দেবাশীষ ভট্টাচার্য্য এই নতুন উদ্ভাবন প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী আমাদের জানান,"পুষ্পহচ্ছে যেটা দিয়ে আমরা পুজো করি, আর সঙ্গীত জগতে এমন যদি কোন পুষ্প হয়ে থাকে।আর তার সুর যদি মানুষের ভালো লাগে এর থেকে বড় তো আর কিছু হতে পারে না। আর যেহেতু আমি দেবাশীষকে অনেকদিন ধরেই চিনি, তাই জানি ওর পরীক্ষা নিরীক্ষা করবার একটা প্রবণতা সবসময় ছিল। তাই আমি একটাই কথা বলব সকলের আশীর্বাদ নিয়ে ও এগিয়ে যাক এবং শাস্ত্রীয় সংগীতকে নতুন দিশা দেখাক"।

পণ্ডিত তন্ময় বোস জানালেন," পুষ্প বীনা আবিষ্কার দেবাশীষ করেছে এবং ও জত যন্ত্র বাজায়, তার সব কটার আবিষ্কার ও নিজেই করেছে। পুষ্পবীনা জন্ম হওয়ার গল্পটা আমি জানি কারণ, আমরা যখন ইউরোপে যাচ্ছিলাম তখনই এর বিষয়ে কথাবার্তা থেকে শুরু করা সমস্ত কাজ আমাদের সেখানেই হয়েছিল। আমার মনে হয় উচ্চাঙ্গসংগীত কে যারা ভালবাসবে তারা এই যন্ত্রটিকে গ্রহণ করবেন"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.