ETV Bharat / sitara

Mamata on Bappi Lahiri : বাংলার আদরের বাপ্পিদার প্রয়াণে শোকবার্তা মমতার

author img

By

Published : Feb 16, 2022, 10:10 AM IST

Updated : Feb 16, 2022, 11:16 AM IST

মঙ্গলবার সন্ধ্যায় সঙ্গীত হারিয়েছে তার ইন্দ্রধনুকে ৷ একইদিনে গভীর রাতে সেই সন্ধ্য়াতারার দেশে পাড়ি দিয়েছেন সুরকার গায়ক বাপ্পি লাহিড়ীও ৷ এই কিংবদন্তির উদ্দেশ্য়ে শোকবার্তা জ্ঞাপন করছেন সঙ্গীতানুরাগী থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই ৷ শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee reaction on Bappi Lahiri Demise ) ৷

Mamata Banerjee on Bappi Lahiri
বাংলার আদরের বাপ্পিদার প্রয়ানে শোকবার্তা মমতার

কলকাতা, 16 ফেব্রুয়ারি : একইদিনে পরপর সঙ্গীত জগতের দুই নক্ষত্রপতন ৷ মঙ্গলবার সন্ধ্যায় সঙ্গীত হারিয়েছিল তার ইন্দ্রধনুকে ৷ আর একইদিনে গভীর রাতে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন সুরকার গায়ক বাপ্পি লাহিড়ীও ৷ এই কিংবদন্তির প্রয়ানে শোকাহত সঙ্গীতানুরাগী থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই ৷ শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee reaction on Bappi Lahiri Demise ) ৷

বুধবার সকালে টুইট করে মমতা লেখেন, "কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপ্পি লাহিড়ীর অকাল প্রয়াণের খবরে মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একজন মানুষ, যিনি তাঁর নিখুঁত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের দিয়ে সর্বভারতীয় খ্যাতি এবং সাফল্যে উন্নীত হয়েছিলেন ৷ সঙ্গীত তাঁর অবদানের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন ।"

  • Shocked to hear about the untimely demise of legendary singer and music composer Bappi Lahiri. A boy from our North Bengal, he rose to all-India fame and success by the dint of his sheer talent and hard work, and made us proud by his musical contributions. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অপূরণীয় ক্ষতি, সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মোদি

রাজনীতির ক্ষেত্রে দেখতে গেলে অবশ্য় বিরোধী শিবির বিজেপির পতাকাই হাতে তুলে নিয়েছিলেন এই কিংবদন্তী ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে হুগলির শ্রীরামপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়েন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্য়ায়, একইভাবে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ভারতীয় সঙ্গীতকে ডিস্কো কী তা আক্ষরিক অর্থে চিনিয়ে দিয়েছিলেন যে মানুষটি তাঁর নাম বাপ্পি লাহিড়ী ৷ তাঁর গান চুপচাপ বসে শোনা প্রায় অসম্ভব, কারণ শতচেষ্টা করলেও ঠিক নেচে উঠবেই পা আর মন ৷ তাই সমস্ত গানপ্রেমী মানুষের কণ্ঠে আজ বেজে উঠছে একটাই লাইন 'ইয়াদ আ রাহা হ্য়ায় তেরা পেয়ার ৷'

Last Updated : Feb 16, 2022, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.