ETV Bharat / sitara

Devlina Kumar: মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

author img

By

Published : Sep 29, 2021, 6:48 PM IST

মহালয়ায় (Mahalaya) দেবী স্কন্দমাতার (Goddess Skandamata) অবতারে ধরা দেবেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)৷ তাঁর স্নিগ্ধ রূপ ও নৃত্যশৈলী দেখার অপেক্ষায় রয়েছে দর্শককুল ৷

Devlina Kumar will be Goddess Skandamata in Mahalaya tv program
মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

কলকাতা, 29 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ মহালয়ার (Mahalaya) সকালে চ্যানেলে চ্যানেলে বিশাল আয়োজন । কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, জেসমিন, শ্রীমা, শ্রীতমা - কে না সাজবেন দেবীর বেশে ? এরই মাঝে জানা গেল আরেকটি নাম, দেবলীনা কুমার (Devlina Kumar)।

এ বারের মহালয়ায় এক বিনোদন চ্যানেলে দেবী রূপে ধরা দেবেন অভিনেত্রী দেবলীনা কুমার ৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেবীরূপের কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । চ্যানেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তাঁকে দেখা যাবে স্কন্দমাতার (Goddess Skandamata) চরিত্রে ।

গোলাপি রঙের শাড়ি পরিহিতা দেবী স্কন্দমাতার সারা অঙ্গ মুক্তোর গয়নায় সুসজ্জিত । শান্ত ও স্নিগ্ধরূপে জগৎ দেখছেন তিনি । দেবীর মাথায় তিনটি খোঁপা । একইসঙ্গে তিনি আবার মুক্তকেশীও ।

আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

বড় এবং ছোট পর্দায় এই মুহূর্তে বেশ ব্যস্ত দেবলীনা । ঋক চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'ক্লাউন' ছবিতে ওম সাহানির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । পাশাপাশি 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চেও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় । তাঁর নৃত্যশৈলী অজানা নয় কারও । রঙ্গবতী গানের সঙ্গে তাঁর হৃদয় জুড়ানো নাচ আজও ভোলেনি দর্শককুল । আর মহালয়ার অনুষ্ঠান মানেই সেখানে নাচের আধিক্য অবশ্যম্ভাবী ৷ এখানেও তাঁকে তেমনই ভূমিকায় পাওয়া যাবে বলে আশা ভক্তদের ।

Devlina Kumar will be Goddess Skandamata in Mahalaya tv program
মহালয়ায় দেবী স্কন্দমাতার অবতারে দেবলীনা কুমার

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

দেবলীনার নবরূপ দেখতে 6 সেপ্টেম্বর ভোর 5 টায় চোখ রাখতে হবে টিভির পর্দায় ৷

আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.