ETV Bharat / sitara

Aindrila Sharma wins against cancer: ফের ক্যানসারকে হারালেন অভিনেত্রী, শিগগিরই ফিরছেন ক্যামেরার সামনে

author img

By

Published : Dec 2, 2021, 3:38 PM IST

ফের দুরারোগ্য ক্যানসারকে হারালেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma wins against cancer)। তিনি শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন বলে জানিয়েছেন বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

aindrila-sharma-wins-against-cancer-sabyasachi-chowdhury-informs
ফের ক্যানসারকে হারালেন অভিনেত্রী, শিগগিরই ফিরছেন ক্যামেরার সামনে

কলকাতা, 2 ডিসেম্বর: সুস্থ আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma wins against cancer)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে প্রতি মাসেই কলম ধরেন বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এ মাসে তাঁর লেখায় জানা গেল সুস্থ আছেন অভিনেত্রী (TV actress Aindrila Sharma)। সম্পূর্ণরূপে ক্যানসার মুক্ত ঐন্দ্রিলা ।

লড়াইয়ের আরেক নাম ঐন্দ্রিলা শর্মা (Cancer survivor Aindrila Sharma)। দুরারোগ্য ক্যানসারকে চ্যালেঞ্জ জানিয়েছিল এই কন্যে । কেমোর পর কেমো দমিয়ে রাখতে পারেনি তাঁকে । একটার পর একটা মেগা সিরিয়াল, অরিজিনালস করে গিয়েছেন বহরমপুরের ঐন্দ্রিলা ।

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার শখ তাঁর । তাই কলকাতায় চলে আসা । আজীবন তাঁর ক্রাশ এক এবং অদ্বিতীয়ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । প্রিয় অভিনেতার জন্মদিনে ছোট থেকেই কেক কেটে এসেছেন । এ হেন ঐন্দ্রিলা যখন উচ্চমাধ্যমিকের ছাত্রী তখন ক্যানসারে আক্রান্ত হন । শুরু হয় চিকিৎসা । ভালও হয়ে ওঠেন ধীরে ধীরে । এরপর ফের আঘাত চার বছর আগে । জানা যায়, সেই অসুখ আবার ফিরে এসেছে । ফুসফুসে এক লিটার রক্ত জমেছে । ভাগ্যের হাতে, ভগবানের হাতে সব ছেড়ে দেওয়া নয় । রীতিমতো লড়াই করে তাঁকে বাঁচানোর চেষ্টায় অটুট থেকেছে ঐন্দ্রিলার পরিবার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঐন্দ্রিলার বাবা ডাক্তার, মা নার্স এবং দিদিও ডাক্তার । ডাক্তারের নির্দেশমতো সব মেনে চলেছেন ঐন্দ্রিলা । পাশে ছিল পরিবার, বন্ধু-প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রীর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী । কেউ পুজো দিয়েছেন, কেউ মানত করেছেন তাঁর জন্য ।

আরও পড়ুন: Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

সব্যসাচী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এ বার দিয়েছেন সুখবর । তিনি ঐন্দ্রিলাকে ঘিরে নানা কথার মাঝে লিখেছেন, "...এবার ভালো খবরটা বলি । বেশ কয়েক বছর আগে, ইংমার বার্গম্যানের একটা বহু পুরোনো সিনেমা দেখেছিলাম, যেখানে মৃত্যু এসেছে নায়কের প্রাণ নিতে আর এক ধূসর প্রান্তরে বসে, নায়ক মৃত্যুর সাথে দাবা খেলছে । খুব সামনে থেকে এই অসুখটাকে পর্যবেক্ষণ করে, বারবার ওই সিনেমাটার কথা মনে পড়ে যায় আমার । একটা গুটিকে রক্ষা করতে পনেরোটা গুটি ছুটোছুটি করছে । নিয়ম মেনে, মাপ মেনে নড়াচড়া করে প্রতিপক্ষকে প্রতিহত করাই তাদের মূল লক্ষ্য । সারাটা বছর ধরে ডাক্তাররা এবং ওর পরিবার মিলে সেটাই করে এসেছে, এক মুহূর্তের জন্যও কেউ হাল ছাড়েনি । জীবন সংশয় আছে জেনেও ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করা হয় মে মাসে । কিছুদিন আগে, অস্ত্রোপচারের ঠিক ছয় মাস পর পুনরায় পরীক্ষা করা হয় ওকে । ডাক্তার জানিয়েছেন যে কোনও বদ কোষ অবশিষ্ট নেই ওর শরীরে । এই মুহূর্তে, ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত ।"

aindrila sharma wins against cancer, sabyasachi chowdhury informs
টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা

সব্যসাচী আরও লিখেছেন, "নতুন রেজিমেন অনুযায়ী, ডিসেম্বরের শেষ অবধি কেমোথেরাপি চলবে, সেটার কষ্টটা অবশ্য ওকে সহ্য করতেই হবে । সাবধানতা অবলম্বন করে প্রতি তিন মাস অন্তর স্ক্যান করা হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শের অধীনে থাকতে হবে । অস্ত্রোপচারে শরীর থেকে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস, হৃদপিণ্ডের ছাল অর্থাৎ পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামের একাংশ । হাই প্রোটিন খাবার আর স্টেরয়েড এবং বাকি ওষুধপত্রের প্রভাবে ওজন বেড়েছে প্রায় এগারো কেজি, ডাক্তার বলেছেন যে সেটা অবশ্য খুবই ভালো, চিকিৎসা চলাকালীন ওজন কমলেই বরং রক্তের সমস্যা দেখা দেয় । ঐন্দ্রিলা আমায় জানিয়েছে যে ধীরে সুস্থে ওজন কমিয়ে, একেবারে সুস্থ হয়ে পরের বছর পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেই, ফিরবে স্বাভাবিক জীবনের ছন্দে ।"

aindrila sharma wins against cancer, sabyasachi chowdhury informs
ক্যানসারকে জয় ঐন্দ্রিলার

আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'-র জাহ্নবী, হাসপাতাল থেকে শেয়ার করলেন ছবি

ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, "1 ডিসেম্বর ওর একটা কেমোথেরাপি হয়েছে । খুব দুর্বল । ঐন্দ্রিলা এখন ক্যানসারমুক্ত । তবে, 29 ডিসেম্বর অবধি ওর কেমোথেরাপি চলবে । কোনও বদ কোষ আর বেঁচে নেই ওর শরীরে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.