ETV Bharat / sitara

রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ উপহার সুজয়প্রসাদের

author img

By

Published : May 5, 2020, 10:21 PM IST

সমবেত ভাবে একা । বাড়িতে থেকেই একযোগে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন 33 জন শিল্পী ।

sujoy prasad chatterjee rabindrajayanti
sujoy prasad chatterjee rabindrajayanti

কলকাতা : বৈশাখ মাস মানেই কবিপক্ষের উদযাপন । তবে এই বছরটা অন্যান্য বছরের চেয়ে একেবারে আলাদা । এবছর সকলে গৃহবন্দী । এবার জনসমাগমে পালিত হবে না রবীন্দ্রজয়ন্তী । বাড়ি বসেই পালন করতে হবে বিশেষ দিনটি । ঠিক যেমনটি পরিকল্পনা করেছেন শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

ভারত, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, কানাডা, UK থেকে 33 জন ছেলেমেয়ে মিলে শোনাবেন রবিঠাকুরের লেখা 'ভারততীর্থ' । তাঁর 159তম জন্মদিনে একটি ভিডিয়োর মাধ্যমে ভিনদেশীদের কণ্ঠে ফুটে উঠবে কবিগুরুর কথা । SPC ক্রাফ্টের তরফে এই ভিডিয়োটি ডিজ়াইন করেছেন অর্ক গোস্বামী ।

sujoy prasad chatterjee rabindrajayanti
সুজয়প্রসাদ

এই প্রয়াস সম্পর্কে SPC ক্রাফটের অধিনায়ক সুজয়প্রসাদ আমাদের বলেছেন, "ভবিষ্যৎ অনিশ্চিত । এই অন্ধকার সময় দূর হোক । কবিতা হয়ে উঠুক প্রার্থনা । তাই এই বিশেষ উদ্যোগ ।"

আগামী 25 বৈশাখ, 8 মে শুক্রবার মুক্তি পাবে ভিডিয়োটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.