ETV Bharat / sitara

মহানায়কের ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা ? আইনি মামলা 'যেতে নাহি দিব'-র বিরুদ্ধে

author img

By

Published : Nov 18, 2019, 6:11 PM IST

মহানায়ক উত্তমকুমারকে নিয়ে একটি ডকুফিচার তৈরি করছেন প্রবীর রায়, নাম 'যেতে নাহি দিব'। ছবিটির মুক্তিতে স্থগিতাদেশের দাবি জানালেন মহানায়কের নাতি গৌরব চ্যাটার্জি। কেন এই পদক্ষেপ? ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌরবের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী।

jete nahin dibo injunction

কলকাতা : উত্তমকুমারের পরিবারের কোনও অনুমতি ছাড়াই এই বাণিজ্যিক ছবি তৈরি করছেন প্রবীর রায়, এই অভিযোগেই ইংজাঙ্কশন ফাইল করেছেন গৌরব। শুধু তাই নয়, এই ছবিতে উত্তমকুমারের ভাবমূর্তীও নষ্ট করার চেষ্টা হয়েছে, অভিযোগ উঠেছে এমনও। বিষয়টি পরিষ্কার করে আমাদের জানালেন সৌমেন্দ্র রায়চৌধুরী।

তিনি বললেন, "'যেতে নাহি দিব' ছবির প্রদর্শনে ইংজাঙ্কশন মুভ করা হয়েছে। প্রথমত, ছবিটি তৈরির ক্ষেত্রে গৌরব চ্যাটার্জি বা উত্তমকুমারের পরিবারের কারো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয়ত, ছবিতে উত্তমকুমারের যেই ভাবমূর্তী তুলে ধরার চেষ্টা হয়েছে, একাধিক অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক দেখানো হয়েছে, এইসব নিয়েও আপত্তি জানিয়েছেন মহানায়কের পরিবার।"

jete nahin dibo injunction
টিম 'যেতে নাহি দিব'

সৌমেন্দ্র আরও বলেন, "আমরা চেয়েছি, উত্তমকুমারের যে ব্যক্তিত্ব, সেটাকে ওরা যেন নিজেদের মতো করে কমার্শিয়ালি এক্সপ্লয়েট না করে। উত্তমকুমারের যেসব অটোবায়োগ্রাফি আছে, সেগুলো ওঁর নিজের লেখা। সেটার থেকে এই ব্যাপারটা আলাদা। আমার সঙ্গে রয়েছেন রাজু রাম শাহ ও সিনিয়র অ্যাডভোকেট S.P. মুখার্জি।"

jete nahin dibo injunction
মুখ্য ভূমিকায় সুজন মুখার্জি

'যেতে নাহি দিব' ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন সুজন মুখার্জি ওরফে নীল। এছাড়াও রয়েছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত, মল্লিকা সিনহা রায় প্রমুখ।

Intro:মহানায়ক উত্তমকুমারকে নিয়ে একটি ডাকু ফিচার বানিয়েছেন পরিচালক প্রবীর রায়। ডাকু ফিচারটির নাম 'যেতে নাহি দিব'। মহানায়কের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ডকু ফিচার। আজ কলকাতার একটি কোর্টে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এসে একটি ইনজাংশন মুভ করেন এই ডকু ফিচারের বিরুদ্ধে। কেন এই সিদ্ধান্ত? কী আছে ডকু ফিচারে? ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন গৌরবের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী।


Body:আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী আমাদের বলেছেন, "আজ একটা ইনজাংশন মুভ করা হয়েছে 'যেতে নাহি দিব' ছবির এগজিবিশনের বিরুদ্ধে। যেখানে এই ছবিটি তৈরির ক্ষেত্রে, গৌরব চট্টোপাধ্যায় এবং উত্তমকুমারের পরিবারের কারোর অনুমতি নেওয়া হয়নি। ইনজাংশনের এটা একটা কারণ। দ্বিতীয়ত, ছবিতে কিছু কিছু জিনিস দেখান হয়েছে মহানায়ক উত্তমকুমারের জীবনের শেষ ৮ বছরকে কেন্দ্র করে, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ককে ঘিরে, সেটা আপত্তিকর। মিডিয়ার কাছে এবং অন্যান্য জায়গায় যেভাবে প্রচার হয়েছে সেটার বিরুদ্ধে আমরা একটা সুট ফাইল করেছি। আমার সঙ্গে রয়েছেন রাজু রাম শাহ এবং সিনিয়র অ্যাডভোকেট এস পি মুখার্জি। আমরা চেয়েছি উত্তম কুমারের যে ব্যক্তিত্ব, সেটাকে ওভাবে নষ্ট করে যেন ওঁরা নিজেদের মতো কমার্শিয়ালি এক্সপ্লয়েট না করে। ছবিতে একটা নেগেটিভ চরিত্রের মতো দেখানোর চেষ্টা হয়েছে যেখানে উত্তমকুমার ভালো নন, তিনি একজন উওম্যানাইজার। উত্তমকুমারের যেসব অটোবায়োগ্রাফি আছে, যেগুলো তিনি নিজে লিখে গিয়েছিলেন, সেগুলোর থেকে এটা আলাদা। সেটা ওঁর চরিত্রের সঙ্গে সামঞ্জস্য নেই।"


Conclusion:এই ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখার্জি। তার বিপরীতে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত এবং মল্লিকা সিনহা রায়। ছবির পরিচালক প্রবীর রায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.