ETV Bharat / sitara

'বর্ষণমালা'র সূত্রপাঠে একঝাঁক শিল্পী

author img

By

Published : Jul 4, 2020, 4:56 PM IST

Updated : Jul 4, 2020, 7:49 PM IST

বর্ষাকে স্বাগত জানাতে ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে 'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' ।

Borshonmala Rabindranath Tagore
Borshonmala Rabindranath Tagore

কলকাতা : কবির কাব্যে, গীতিকারের গানে, পরিচালকের কল্পনায় বারবার বর্ষার বিভিন্ন রূপ ফুটে উঠেছে । বর্ষা হয়ে উঠেছে মানবজীবনের এক প্রতিচ্ছবি । জীবনের সৌন্দর্যবৃদ্ধি করেছে বর্ষার নানা আলেখ্য । এই বছরেও বর্ষা স্বমহিমায় উপস্থিত । আর সেই বর্ষাকে স্বাগত জানাবে 'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' । এই ডিজিটাল অনুষ্ঠানে গান ও কবিতা পাঠে যুক্ত থাকছেন একঝাঁক তারকা । রয়েছেন সোহিনী সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবণী সেন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা ।


'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' অনুষ্ঠানের উদ্যোক্তা এস.সি.পি.ক্রাফট ও ঘোষ কোম্পানি । ডিজিটাল অনুষ্ঠানটি দেখানো হবে আগামী ১১ জুলাই, রাত ৮টায় । থাকছে ভিনদেশী ভাষায় কবিতা পাঠ । রুপোলি পরদায় দর্শকের কাছে অতি পরিচিত ব্যোমকেশ-সত্যবতী, অর্থাৎ আবির ও সোহিনী একসঙ্গে বর্ষার আখ্যানে থাকবেন । প্রতিষ্ঠিত সংগীত শিল্পী শ্রাবণী সেনের কন্ঠে শোনা যাবে অতুলপ্রসাদের গান, শোনা যাবে ভানুসিংহের পদাবলী । নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় পাঠ করবেন জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ।

এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আবির । আমাদের বললেন, "এস.সি.পি.ক্রাফট ও ঘোষ কোম্পানির এই উদ্যোগকে সাধুবাদ জানাতে চাই । এই অনুষ্ঠান তখনই সফল হবে, যখন দর্শক পাশে এসে দাঁড়াবে । বহু গুণী শিল্পীরা রয়েছেন এই অনুষ্ঠানে ।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200704-wa0008_0407newsroom_1593858178_283.jpg
আবির চ্যাটার্জি
এই অভিনব অনুষ্ঠানের অংশ হতে পেরে খুশি অভিনেত্রী সোহিনী সরকার । আমাদের বললেন, "এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পারাটা খুব আনন্দের বিষয় । তবে এখন যা পরিস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া উপায় নেই । আপনারা সকলে আমার শুভেচ্ছা নেবেন ।"
Borshonmala Rabindranath Tagore
সোহিনী সরকার
সংগীতশিল্পী শ্রাবণী সেনের কাছে বর্ষা অত্যন্ত প্রিয় ঋতু । বললেন, "বর্ষা আমার প্রিয় ঋতু । আর আমার নামের সঙ্গে বর্ষার একটা যোগ আছে । তার উপর রয়েছে রবীন্দ্রনাথের গান । আমি সুজয়ের অনুরোধকে ফেলতে পারিনি । অনেক শুভকামনা জানাই ।"
Borshonmala Rabindranath Tagore
শ্রাবণী সেন
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় বললেন, "আবির ও সোহিনী দু'জনকেই আমি ভীষণ স্নেহ করি । আবির এই অনুষ্ঠানের শুরু করবেন । ভেবেই খুব আনন্দ হচ্ছে । সোহিনী সেনগুপ্ত আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ । তিনিও আছেন । শ্রাবণীদি শোনাবেন রবীন্দ্রনাথের গান । সকলের কাছে একটাই অনুরোধ, অনুষ্ঠানে যোগ দিন ।"
https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200704-wa0008_0407newsroom_1593858178_283.jpg
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

যে সমস্ত দর্শক অনলাইনে এই অনুষ্ঠান দেখার জন্য টিকিট কাটবেন, তাঁদের কাছে পৌঁছে যাবে লিঙ্ক । সেই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে 'বর্ষণমালা : বৃষ্টিধারার আলেখ্য' ।

Last Updated :Jul 4, 2020, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.