ETV Bharat / sitara

মার্কিন নৌসেনার গলায় স্বদেশের গান, উচ্ছ্বসিত শাহরুখ-রহমান

author img

By

Published : Mar 30, 2021, 3:56 PM IST

শাহরুখ খানের জনপ্রিয় হিন্দি ফিল্ম স্বদেশের গান গাইলেন মার্কিন নৌসেনার সদস্যরা ৷ সেই ভাইরাল ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত স্বয়ং কিং খান ও ফিল্মের সঙ্গীত পরিচালক এআর রহমান ৷

US Navy Band plays Shahrukh swades song
মার্কিন নৌসেনার গলায় স্বদেশের গান, উচ্ছ্বসিত শাহরুখ-রহমান

মুম্বই, 30 মার্চ: বিশ্বের দরবারে আবারও বন্দিত ভারত ৷ দেশের জনপ্রিয় একটি হিন্দি ফিল্মের গানের কলি শোনা গেল মার্কিন নৌসেনার গলায় ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

2004 সালের শাহরুখ খানের ফিল্ম স্বদেশ ৷ সেই ফিল্মে কিংবদন্তি মিউজ়িসিয়ান এআর রহমানের সুরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল একটি গান ৷ ইয়ে যো দেশ হ্যায় তেরা ৷ সেই গানই এ বার গাইলেন মার্কিন নৌসেনার সদস্যরা ৷ 28 মার্চ আয়োজিত একটি অনুষ্ঠানে এই গান গেয়েই সবাইকে মাতিয়ে দেন তাঁরা ৷ সেই পারফরম্যান্সের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত্ সিং সাঁধু ৷ সেই ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত বলিউডের বাদশা, এআর রহমান থেকে শুরু করে সাধারণ মানুষ ৷

একটি নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন নেভাল অপারেশনসের প্রধান ও মার্কিন নৌসেনার চার সদস্য এই গানটি গেয়েছেন ৷ সেই ভিডিয়ো পোস্ট করে ভারতীয় রাষ্ট্রদূত এই গানেরই লাইন ক্যাপশনে তুলে ধরে লিখেছেন, "ইয়ে ও বন্ধন হ্যায় যো কভি টুট নহি সকতা ৷ বন্ধুত্বের এই বন্ধন কখনও ভাঙবে না ৷ মার্কিন নৌসেনা একটি জনপ্রিয় হিন্দি গান গাইছেন ৷"

আরও পড়ুন: দিনহাটা কাণ্ডে অমিত মালব্যর পাল্টা টুইট নুসরতের

ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ৷

এই টুইট দেখার পর যারপরনাই আহ্লাদিত রহমান ও শাহরুখ ৷ রহমানের কথায়, "সারাজীবন স্বদেশই শাসন করবে ৷"

আর শাহরুখ বলেছেন, "এটা শেয়ার করার জন্য ধন্যবাদ ৷ কী দারুণ ৷ এই সুন্দর ফিল্ম তৈরি করার সেই সময়টা মনে পড়ে যাচ্ছে ৷ যাঁরা এটা সম্ভব করতে পেরেছেন, সেই আশুতোষ গোয়ারিকর, রনিস্কুওয়ালা, এআর রহমান ও সবাইকে ধন্যবাদ ৷"

এই ঘটনায় ভারত-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা আরও জোরালো হল আন্তর্জাতিক মহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.