ETV Bharat / sitara

Trina Saha Debut Film : অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

author img

By

Published : Mar 10, 2022, 12:11 PM IST

অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha is making her Debut in Big Screens)। এপ্রিল থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।

Trina Saha Debut Film
অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

কলকাতা, 10 মার্চ : কাজ শুরু হতে চলেছে অরিন্দম শীলের আগামী ছবি 'ইস্কাবনের বিবি'-র । মুম্বইয়ের লেখক, চিত্রনাট্যকার তথা পরিচালক পীযূষ ঝায়ের বই 'গার্লস অব মুম্বইস্তান- থ্রি থ্রিলিং নভেলস অব লাভ অ্যান্ড রিভেঞ্জ '-এর 'দ্য সিম্পল গার্ল' গল্পটিকেই নিজের নতুন ছবির জন্য বেছে নিয়েছেন পরিচালক । ইস্কাবনের বিবিরা কীভাবে রহস্যের জালে জড়িয়ে পড়েন সেটাই দেখানো হবে ছবিতে । নিজেদের বাঁচাতে নিজেরাই অপরাধী হয়ে ওঠেন তাঁরা । এরপর আবার তারাই ঠিক করে দুর্নীতির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিটাকে সামনে আনবে । এরপর কী হয় সেটাই দেখার ।

এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha is making her Debut in Big Screens)। ইস্কাবনের তিন রানির মধ্যে একজন তিনি । থাকছেন অরুণিমা ঘোষও । নিজে চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তৃনা এদিন বলেন, "গুনগুন হিসেবে তৃণাকে মানুষ যেভাবে চেনেন মানে খুব ছটফটে, প্রাণচঞ্চল, ইস্কাবনের বিবিতে সে একেবারে আলাদা । খুব সিরিয়াস, খুব ডার্ক একটা চরিত্র । বেশি কিছু তো বলার অনুমতি নেই এখন । আর সত্যি কথা বলতে আমি বেশি কিছু জানিও না ছবির বিষয়ে । বড় পর্দায় প্রথম কাজ কিন্তু কেমন লাগছে সেই ফিলিংটা এখনও হয়নি । শ্যুট শুরু হলে বুঝতে পারব কেমন লাগছে । তবে, একটি জনপ্রিয় নভেলের গল্প নিয়ে কাজ হচ্ছে । সেখানে আমাকে অরিন্দমদা আমাকে ভেবেছেন এতেই আমি খুশি। এপ্রিলে শ্যুটিং শুরু ।"

আরও পড়ুন : হস্তিনাপুরে ‘বিকিনি গার্ল' অর্চনা পিছিয়ে

তৃণা আরও বলেন, "আমি অরিন্দমদাকে বলেছিলাম, তুমি যদি মনে করো আমি কাজটা পারব, তাহলে আমি কাজটা করব । এরপর অরিন্দমদা এবং ক্যামেলিয়া গ্রুপ সময় নেয় ভাবতে । তারপর ফাইনালি জানতে পারি আমি করছি কাজটা ।" অরিন্দম শীলের অন্যান্য সব ছবির মতো এই ছবিতেও সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ । ক্যামেরায় মধুরা পালিত । পোশাকের দায়িত্বে থাকছেন সোহিনী বসু । এই ছবির শুটিং শুরু হবে এপ্রিলে । 'ক্যামেলিয়া প্রোডাকশন'-এর ব্যানারে পর্দায় আসতে চলা এই ছবিতে অরুণিমা এবং তৃণা ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাস প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.