ETV Bharat / sitara

ফেলুদা সৌমিত্রবাবুরই, আমি তো অনুপ্রবেশ করছি : টোটা

author img

By

Published : Nov 19, 2020, 3:25 PM IST

খুব তাড়াতাড়ি ফেলুদা চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । সৃজিত মুখার্জি পরিচালিত 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজ়ে এই প্রথম ফেলুদার ভূমিকায় টোটা । তবে তাঁর কাছে এই আইকনিক চরিত্র সবসময় সৌমিত্র চট্টোপাধ্যায়েরই থাকবে । IANS-এর সঙ্গে সাক্ষাৎকারে অনেক কথা বললেন অভিনেতা ।

Tota Roychowdhury on playing feluda
Tota Roychowdhury on playing feluda

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি সিনেপ্রেমী মানুষরা । তাঁকে আর কোনওদিন পরদায় দেখা যাবে না, এই আক্ষেপটা সহজে ঘোচার নয় কারও । তবে সৌমিত্রবাবু যে সমস্ত আইকনিক চরিত্রে অভিনয় করে গেছেন, সেগুলো একটা গুপ্তধনের মতো থেকে যাবে মানুষের মননে ।

খুব তাড়াতাড়ি ফেলুদা চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । সৃজিত মুখার্জি পরিচালিত 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজ়ে এই প্রথম ফেলুদার ভূমিকায় টোটা । তবে তাঁর কাছে এই আইকনিক চরিত্র সবসময় সৌমিত্র চট্টোপাধ্যায়েরই থাকবে ।

এই প্রসঙ্গে টোটা বললেন, "ফেলুদা আসলে সৌমিত্রবাবুর সম্পত্তি । সৌমিত্র চ্যাটার্জি মানেই ফেলুদা । আমি তো অনুপ্রবেশ করছি । তবে উনি আমার ফেলুদা লুক দেখে প্রশংসা করেছিলেন । বলেছিলেন যে, এই চরিত্রের জন্য ঠিকঠাক লাগছে আমায় ।"

Tota Roychowdhury on playing feluda
ফেলুদা ফেরত-এর প্রথম পোস্টার..

সৌমিত্রকে নিয়ে 'ফেলুদা ফেরত' সিরিজ়ের একটি বিশেষ স্ক্রিনিং করার পরিকল্পনা ছিল টোটা-সৃজিতদের । তবে সেটা হল না বলে মন খারাপ অভিনেতার । ফেলুদারূপী টোটাকে অভিনয় করতে দেখবেন না সৌমিত্র, এটা এক বিশাল অপ্রাপ্তি টোটার ।

সৌমিত্রর সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন টোটা । 'অহল্যা', 'পদক্ষেপ'-এর মতো ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন । সেই স্মৃতি আজও উপভোগ করেন টোটা । শটের মাঝে কিংবদন্তির থেকে শোনা অজানা গল্পগুলো এখনও এক অমূল্য সম্পদ তাঁর কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.