ETV Bharat / sitara

Sonu Sood rescues accident victim : দুর্ঘটনায় জখম তরুণকে বাঁচালেন সোনু, উদ্ধারের ভিডিয়ো ভাইরাল

author img

By

Published : Feb 9, 2022, 2:20 PM IST

দুর্ঘটনায় জখম তরুণ প্রাণে বাঁচাল সোনু সুদের (Sonu Sood rescues accident victim) চেষ্টায় ৷ তিনি নিজে ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ৷ ছেলেটিকে উদ্ধারের ভিডিয়ো ভাইরাল (viral video of sonu sood) হয়েছে ৷

Sonu Sood rescues 19-year-old accident victim, video gets viral
দুর্ঘটনায় জখম তরুণকে বাঁচালেন সোনু, উদ্ধারের ভিডিয়ো ভাইরাল

মুম্বই, 9 ফেব্রুয়ারি: পর্দার হিরো থেকে অনেক দিন আগেই রিয়েল লাইফ হিরো হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন বলিউডের অভিনেতা সোনু সুদ (Sonu Sood rescues accident victim)৷ করোনাকালে তিনি হয়ে উঠেছেন গরিবের মসীহা ৷ দেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন ৷ মানুষ কোনও সমস্যায় পড়লে তাঁর কাছে নির্দ্বিধায় সাহায্য চেয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতাও ৷ আবারও সামনে এল তাঁর মানবিক মুখ ৷ দুর্ঘটনার কবলে পড়া 19 বছরের এক তরুণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন তিনি ৷

মুম্বইয়ের রাস্তায় এক রাতে গাড়িতে চড়ে যাওয়ার সময় তিনি দেখেন দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তুবড়ে গিয়েছে গাড়ি দুটির সামনের অংশ ৷ সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থামিয়ে নেমে পড়েন সোনু সুদ ৷ এগিয়ে গিয়ে দেখেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণ (Sonu Sood rescues 19-year-old accident victim) ৷ তবে গাড়িটি সেন্ট্রাল লক করা ছিল বলে সেই তরুণকে বের করে আনতে বেগ পেতে হয় ৷ ঘুরে ঘুরে সব দরজা খোলার চেষ্টা করতে থাকেন অভিনেতা ৷ এ সবে কিছুটা সময় চলে যায় ৷ তবে অবশেষে দরজা খুললে গাড়ির ভেতরে ঢুকে পড়েন সোনু ৷ পাঁজাকোলা করে সেই তরুণকে গাড়ি থেকে বের করে আনেন তিনি ৷ এরপর সেই তরুণকে পাশের একটি গাড়িতে শুইয়ে দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন অভিনেতা ৷ নিজেও হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার তদারকি করেন ৷

আরও পড়ুন: Sonu Sood: সোনুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এল ভক্ত

সময়মতো চিকিৎসা হওয়ায় ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ ডাক্তাররা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল ৷ তরুণকে উদ্ধার করার ভিডিয়োটি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে সুদ চ্যারিটি ফাউন্ডেশন (viral video of sonu sood)৷ ক্যাপশনে লেখা হয়েছে, "Every Life Counts 🙏"৷ স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি ৷ আবারও সোনুকে এ ভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনু সুদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.