ETV Bharat / sitara

পরবর্তী ছবিতে কলেজ পড়ুয়ার চরিত্রে সোহিনী, প্রকাশ্যে পোস্টার

author img

By

Published : Jan 3, 2021, 7:22 PM IST

সমরেশ মজুমদারের গল্প 'এই আমি রেণু' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি । এখানে সোহিনীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে ।

asd
asd

কলকাতা : প্রকাশ্যে এল সোহিনী সরকারের আপকামিং ছবি 'এই আমি রেণু'-র পোস্টার । আর সেই পোস্টারের মাধ্যমেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক ।

ইনস্টাগ্রামে সেই পোস্টার শেয়ার করেন সোহিনী । সেখানে তাঁর পরনে ঘিয়ে রঙা সালোয়ার । বাঁধা রয়েছে গোলাপি ওড়না । আর এই পোশাকে হাসিমুখে সাইকেলের উপর বসে রয়েছেন তিনি । ব্যাকগ্রাউন্ডে তুলে ধরা হয়েছে শহর কলকাতাকে ।

এই ছবির ক্যাপশনে সোহিনী লেখেন, "নতুন বছরে এক নতুন পথ চলা ! আমার পরবর্তী ছবি #এইআমিরেণু-র ফার্স্টলুক পোস্টার শেয়ার করে খুবই আনন্দিত ।"

সমরেশ মজুমদারের গল্প 'এই আমি রেণু' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি । এখানে সোহিনীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে । ছবিটি পরিচালনা করেছেন সৌমেন সুর ।

'এই আমি রেণু' একটি রোম্যান্টিক গল্প । মুখ্য চরিত্র রেণু এক কলেজ পড়ুয়া । কলেজে পড়ার সময়ই তাঁর সঙ্গে সুমিতের সম্পর্ক তৈরি হয়েছিল । কিন্তু, পরে পরিস্থিতির চাপে পড়ে বীরেনকে বিয়ে করতে হয় তাকে । তবে সুমিতের সঙ্গে কি রেণুর সম্পর্ক সেখানেই শেষ হয়ে গিয়েছিল ? নাকি বিয়ের পরও সুমিতের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে ? তা জানার জন্য দেখতে হবে 'এই আমি রেণু'। আর এই রেণুর চরিত্রেই দেখা যাবে সোহিনীকে ।

সোহিনী ও সোহম ছাড়াও ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তীকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.