ETV Bharat / sitara

শেরনির টিজারে রহস্য বাড়ালেন বিদ্যা বালান

author img

By

Published : May 31, 2021, 4:34 PM IST

মুক্তি পেল বিদ্যা বালানের ফিল্ম শেরনির টিজার ৷ 30 সেকেন্ডের টিজারে ফিল্মের রহস্যের জাল আরও ঘনীভূত হয়েছে ৷

Sherni Teaser released: Vidya Balan's One-Liner Heightens The Mystery
শেরনির টিজারে রহস্য বাড়ালেন বিদ্যা বালান

মুম্বই, 31 মে: আবারও ফিল্মে বিদ্যা বালান ম্যাজিক ৷ ভক্তদের জন্য নয়া উপহার নিয়ে হাজির বলিউডের দাপুটে এই অভিনেত্রী ৷ মুক্তি পেল তাঁর আপকামিং ফিল্ম শেরনির টিজার ৷ ফরেস্ট অফিসারের অবতারে নজর কেড়েছেন বিদ্যা ৷

30 সেকেন্ডের টিজারে ঘন জঙ্গলে বাঘিনীর খোঁজ চালাতে দেখা গিয়েছে ফরেস্ট অফিসার বিদ্যাকে ৷ ব্যাকগ্রাউন্ডে তাঁরই গলা ভেসে ওঠে ৷ হিন্দিতে যে কথাগুলি বলা হয়, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, "জঙ্গল যতই ঘন হোক, শেরনি নিজের রাস্তা খুঁজেই নেয় ৷"

টিজারের শেষেই বলে দেওয়া আছে যে এই ফিল্মের ট্রেলার মুক্তি পাবে 2 জুন ৷

দিন কয়েক আগেই তাঁর এই ফিল্মের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন বিদ্যা বালান ৷ শেয়ার করেছিলেন ছবির ফার্স্ট লুক ৷ জানিয়েছিলেন, সামনের মাসেই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে তাঁর ফিল্ম শেরনি ৷

আরও পড়ুন: জঙ্গলের অ্যাডভেঞ্চার নিয়ে হাজির শেরনি বিদ্যা

শেরনির পোস্টারে বিদ্যার হাতে রয়েছে ওয়াকি-টকি ৷ আর ব্যাকগ্রাউন্ডে জঙ্গলের ছবি ৷ 2017 সালের নিউটন ফিল্ম খ্যাত অমিত মাসুরকর শেরনি পরিচালনা করেছেন ৷ প্রযোজক ভূষণ কুমারের টি-সিরিজ় ৷ এই ফিল্মে বিদ্যাকে যে অবতারে দেখা যাবে, তা আগে কখনও দেখা যায়নি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত বছর লকডাউনের সময়ে বন্ধ রাখতে হয়েছিল শেরনির শ্যুটিং ৷ এরপর গত অক্টোবরে কড়া বিধিনিষেধ মেনে মধ্যপ্রদেশের জঙ্গলে হয় শ্যুটিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.