ETV Bharat / sitara

Sameer Wankhede: মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ! উদ্ধবকে চিঠি সমীরের স্ত্রীর

author img

By

Published : Oct 28, 2021, 12:36 PM IST

Updated : Oct 28, 2021, 3:18 PM IST

Sameer Wankhede's wife Kranti Redkar sought time to meet Maharashtra CM Uddhav Thackeray
মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ! উদ্ধবকে চিঠি সমীরের স্ত্রীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন এনসবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী (Sameer Wankhede's Wife) ক্রান্তি রেডকর (Kranti Redkar)৷

মুম্বই, 28 অক্টোবর : এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করার জন্য তাঁর কাছে সময় চাইলেন এনসবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী (Sameer Wankhede's Wife) ক্রান্তি রেডকর (Kranti Redkar)৷ এই আর্জি জানিয়ে উদ্ধবকে চিঠি লিখেছেন তিনি ৷ তবে এখনও তার জবাব মেলেনি বলে তিনি জানিয়েছেন ৷

চিঠিতে সমীরের স্ত্রী লিখেছেন, "প্রতিদিন আমরা অপমানিত হয়েছি ৷ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যে একজন মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ৷ বালাসাহেব আজ এখানে থাকলে তিনিও এটা পছন্দ করতেন না ৷"

তিনি যে চিঠিটি লিখেছেন, তা পোস্টও করেছেন টুইটারে ৷ তাতে লেখা রয়েছে, "একজন মারাঠি হয়ে আপনার থেকে সুবিচার আশা করি ৷ একটি বিতর্কে অযথা আমার ব্যক্তিগত জীবনকে টেনে আনা হচ্ছে ৷ আজ বালাসাহেব জীবিত থাকলে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ সহ্য করতেন না ৷ তাঁর শিক্ষা ও নেতৃত্বকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷ তবে এই সময়ে একজন মহিলার সম্ভ্রম রসিকতায় পরিণত হয়েছে ৷ সপ্তদশ শতকে ছত্রপতি শিবাজি মহারাজের আমলে এই মহিলাদেরই অনুপ্রেরণা হিসেবে দেখা হত ৷"

আরও পড়ুন: Sameer Wankhede : জন্মসূত্রে হিন্দু সমীর কোনও দিনই ধর্ম পরিবর্তন করেননি, দাবি স্ত্রী ক্রান্তির

মারাঠি অভিনেত্রী বলেছেন, তিনি একজন শিল্পী ৷ রাজনীতি তিনি বোঝেন না এবং তাতে জড়াতে তিনি ইচ্ছুকও নন ৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আহ্বান, "রাজনীতির নিম্নস্তরেরই প্রতিফলন ব্যক্তিগত আক্রমণ ৷ আপনার উপর আমার আস্থা রয়েছে, আশা রাখব আমার ও আমার পরিবারের উপর কোনও অবিচার হবে না ৷"

আরও পড়ুন : Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের

বুধবারও তিনি দাবি করেছিলেন যে, তাঁর স্বামী হিন্দু ৷ আর তিনি কখনও ধর্মান্তরিত হননি ৷ 2006 সালে যে কাজি সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ে দিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন যে নিকাহ-এর সময় মুসলিম ছিলেন সমীর ৷ সেই কাজির দাবিকেও নস্যাৎ করে দিয়েছেন ক্রান্তি ৷ একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে নোংরা রাজনীতি করছেন এনসিপি নেতা নবাব মালিক ৷ গোটা ঘটনায় ক্রান্তির প্রশ্ন, "ওই কাজি কি আইনের ঊর্ধ্বে ? তাঁকে আগে প্রমাণ করতে হবে সমীর তাঁর প্রথম বিয়ের আগে ধর্ম পরিবর্তন করেছিলেন ৷ ওটা (সমীরের প্রথম বিয়ের নিকাহনামা) স্রেফ একটা নিয়মরক্ষা ছিল ৷ সমীর জন্মসূত্রেই হিন্দু ৷ তিনি কোনও দিনই নিজের ধর্ম পরিবর্তন করেননি ৷ নবাব মালিক সমীরকে কাঠগড়ায় তুলছেন, কারণ তাঁর জামাই মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন ৷ সেই রাগ থেকেই সমীরকে নিশানা করছেন তিনি ৷" 2017 সালে তাঁর সঙ্গে বিয়ে হয় সমীর ওয়াংখেড়ের ৷

আরও পড়ুন : Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

Last Updated :Oct 28, 2021, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.