ETV Bharat / sitara

মুক্তি পেল রহমানের প্রথম ফিল্ম 99 সংস, শুভেচ্ছা রজনীর

author img

By

Published : Apr 16, 2021, 4:50 PM IST

আজ মুক্তি পেল এআর রহমানের প্রথম ফিল্ম 99 সংস ৷ ছবির সাফল্য কামনা করে অস্কারজয়ী সঙ্গীত পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন রজনীকান্ত ৷

Rajinikanth and dhanush sends best wishes to AR Rahman on his first film, 99 Songs
মুক্তি পেল রহমানের প্রথম ফিল্ম 99 সংস, শুভেচ্ছা রজনীর

কলকাতা, 16 এপ্রিল: নয়া অবতারে হাজির অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ৷ লেখক ও প্রযোজক হিসেবে এ বার তাঁর অভিষেক ঘটেছে ৷ আজই মুক্তি পেয়েছে তাঁর ফিল্ম 99 সংস ৷ আর টুইটার ভেসে গিয়েছে শুভেচ্ছার বন্যায় ৷ তবে রহমানকে সবচেয়ে চমকে দিয়েছে দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের শুভেচ্ছাবার্তা ৷

চিত্রনির্মাতা হিসেবে যাত্রা শুরুর দিনেই তাঁর সাফল্য কামনা করে টুইট করেছেন থ্যালাইভা ৷ এনথিরান, শিবাজী: দ্য বস-সহ নানা ফিল্মে একসঙ্গে কাজ করেছেন রহমান ও রজনীকান্ত ৷ সহকর্মীকে তাঁর নয়া সফরে শুভেচ্ছা জানিয়ে রজনী লিখেছেন, "রহমানজি, সবসময় তোমার সাফল্য প্রার্থনা করি এবং 99 সংসের মুক্তিতেও শুভেচ্ছা ৷ ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন ৷"

শুভেচ্ছা জানানোর জন্য থ্যালাইভাকে পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তী সঙ্গীত পরিচালক ৷

আরও পড়ুন: ময়ূরাক্ষীর পর ফের একসঙ্গে অতনু-প্রসেনজিত্, টিজ়ারে ঘোষণা নববর্ষে

শুধু রজনীই নন, রহমানকে তাঁর ফিল্মের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের আর এক স্টার ধনুশও ৷ তিনি লিখেছেন, "রহমান স্যারের মেগা মুভি 99 সংস আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তাঁকে অনেক শুভেচ্ছা ৷ রহমান স্যারের ম্যাজিক দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি ৷ সব কুশীলবদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ৷"

99 সংস ভালোবাসা, হাসি, প্যাশন ও সুরের জাদুতে এক দারুণ সুরেলা সফরে নিয়ে যাবে আপনাকে ৷ এক ব্যক্তির বিশ্বাসকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি ৷ ছেলেটি বিশ্বাস করেন, একটি গানই গোটা পৃথিবীকে বদলে দিতে পারে ৷ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটির ট্রেলার ইউ টিউবে 20 মিলিয়নের উপরে ভিউস পেয়েছে ৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মণীশা কৈরালা, লিজ়া রে, রণজিত্ বারোত ও রাহুল রামকে ৷ হিন্দি, তেলুগু ও তামিলে মুক্তি পেয়েছে এই ফিল্ম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.