ETV Bharat / sitara

Chiranjeevi and Jr NTR on RRR : ছবির সাফল্যে অনুরাগীদের ভালবাসা জানালেন এনটিআর, আরআরআর-এ মুগ্ধ চিরঞ্জিবীও

author img

By

Published : Mar 26, 2022, 10:01 AM IST

'আরআরআর' মুক্তির পর ফ্যানেদের ভালবাসার জন্য তাঁদের শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর ৷ একইসঙ্গে রাজামৌলির নতুন এই ছবি কুড়লো চিরঞ্জিবীর প্রশংসাও (Chiranjeevi Reaction on RRR) ৷

Chiranjeevi on RRR
ছবির সাফল্যে অনুরাগীদের ভালবাসা জানালেন এনটিআর, আরআরআর-এ মুগ্ধ চিরঞ্জিবীও

হায়দরাবাদ, 26 মার্চ : শুক্রবার পর্দায় মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির বহু প্রতিক্ষিত ছবি 'আরআরআর' ৷ ছবি মুক্তির আগেই অন্য়তম প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ইঙ্গিতে ফ্যানেদের জানিয়েছিলেন, দুর্দান্ত হয়েছে ছবির কাজ ৷ আর প্রথম দিনেই অনুরাগীদেরও মন ছুঁয়ে গেছে এই ছবি ৷ প্রেক্ষাগৃহের বিপুল ভিড় যে তার বড় প্রমাণ তা বলাই বাহুল্য ৷ এই ছবি নিয়ে দর্শকদের এই উচ্ছ্বাস দেখে অনুরাগীদের ধন্যবাদ জানালেন এনটিআরও ৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে এদিন সকলকে ভালবাসা জানিয়েছেন তিনি ৷ টুইটে তিনি লেখেন, "প্রত্য়েককে ধন্যবাদ এত উচ্ছ্বসিত ভালবাসার জন্য় ৷ আপনাদের ভালবাসা, প্রশংসা আর সমর্থনই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে ৷ আরআরআর ছবির অসামান্য ভিজ্যুয়ালগুলি উপভোগ করুন ৷" এনটিআরকে এই ছবিতে দেখা গিয়েছে আখতারের চরিত্রে ৷ জুনিয়রের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন আরেক সুপারস্টার রাম চরণও ৷ প্রায় তিনবছর অপেক্ষার পর এনটিআরকে পর্দায় দেখছেন তাঁর অনুরাগীরা ৷

আরও পড়ুন : নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি

বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিবীরও দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবি (Chiranjeevi Reaction on RRR) ৷ অন্যদের সঙ্গে ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও ৷ চিরঞ্জিবী নিজের টুইটে লেখেন, "আরআরআর হল একজন মাস্টার স্টোরিটেলারের মাস্টার পিস !! এস এস রাজামৌলির অতুলনীয় সিনেমাটিক দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল সাক্ষ্য ! পুরো টিমকে শুভেচ্ছা !" নিজের টুইটে রাজামৌলি তো বটেই অজয় দেবগণ, জুনিয়ার এনটিআর, রাম চরণ প্রত্য়েককেই ট্যাগ করেছেন তিনি ৷ 'বাহুবলী'-র পর প্যান ইন্ডিয়া ছবি হিসাবে কতখানি সাফল্য পাবে 'আরআরআর' তা অবশ্য বলবে সময়ই তবে অনেকের প্রথমদিনেই ব্লক বাস্টার হয়ে ওঠার লক্ষণ দেখাতে শুরু করেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.