ETV Bharat / sitara

শব্দরাই চরিত্র হয়ে উঠল 'বর্ণপরিচয়' গানে

author img

By

Published : May 2, 2019, 10:45 PM IST

কণ্ঠ

মুক্তি পেল 'কণ্ঠ' ছবির আরও একটি গান। নাম 'বর্ণপরিচয়'।

প্রকাশ্যে এল 'কণ্ঠ' ছবির আরও একটি গান, নাম 'বর্ণপরিচয়' এবং মজার বিষয়, গানটির প্রথম কলিগুলি শুরু হয় এক একটা বর্ণ দিয়ে। যেন আমাদের বর্ণ পরিচয় করাচ্ছে গানটা। গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পাল। গানের কথাও লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

এইধরনের গান বাংলা ছবিতে আগে ব্যবহার করা হয়নি। নিছকই প্রেমের গান। সঙ্গে সূক্ষ্ম অনুভূতি। ক্যান্সারজয়ী রেডিয়ো জকির লড়াইয়ের পাশাপাশি সমান্তরাল ভাবে থাকছে একটা ফুরফুরে সহজ জীবনের গল্প। শব্দগুলো যেন একটা চরিত্র আমাদের জীবনে। তারা থেকে যায় নীরবে অথচ তাদের গুরুত্ব অসীম।

ছবিটি মুক্তি পাবে ১০ মে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ নিজেই। উইন্ডোজ় প্রোডাকশন হাউজের সঙ্গে এই প্রথম কাজ করছেন পাওলি দাম এবং জয়া এহসানও।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

শব্দরাই একটা চরিত্র হয়ে উঠল 'বর্ণপরিচয়' গানে



প্রকাশ্যে এল 'কণ্ঠ' ছবির আরও একটি গান, নাম 'বর্ণপরিচয়' এবং মজার বিষয়, গানটির প্রথম কলিগুলি শুরু হয় এক একটা বর্ণ দিয়ে। যেন আমাদের বর্ণ পরিচয় করাচ্ছে গানটা। গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পাল। গানের কথাও লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।



এইধরনের গান বাংলা ছবিতে আগে ব্যবহার করা হয়নি। নিছকই প্রেমের গান। সঙ্গে সূক্ষ্ম অনুভূতি। ক্যান্সারজয়ী রেডিয়ো জকির লড়াইয়ের পাশাপাশি থাকছে সমান্তরাল ভাবে একটা ফুরফুরে সহজ জীবনের গল্প ফুটে উঠছে এই গানের মধ্যে। শব্দগুলো যেন একটা চরিত্র আমাদের জীবনে। তারা থেকে যায় নীরবে অথচ তাদের গুরুত্ব অসীম।



ছবিটি মুক্তি পাবে ১০ মে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ নিজেই। উইন্ডোজ় প্রোডাকশন হাউজের সঙ্গে এই প্রথম কাজ করছেন পাওলি দাম এবং জয়া এহসানও।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.