ETV Bharat / sitara

অপহরণের জটিল কেসে সফল হবে মিতিন?

author img

By

Published : Sep 10, 2019, 9:51 PM IST

মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত 'মিতিনমাসি' ছবির ট্রেলার। 2 মিনিট 8 সেকেন্ডের টানটান ট্রেলারে একেবারে অন্য রূপে কোয়েল।

Mitinmashi Koel Mallick

কলকাতা : চড়া মেকআপ নেই, নেই পোশাকের জাঁকজমক। তথাকথিত কমার্শিয়াল ছবির নায়িকা কোয়েল একেবারে অন্যরূপে 'মিতিনমাসি' ছবিতে। সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তার মিশেলে যেন সত্যিই মিতিনমাসি হয়ে উঠলেন চুলবুলে কোয়েল।

Mitinmashi Koel Mallick
অ্যাকশন দৃশ্যে কোয়েল...

অরিন্দম শীলের পরিচালনায় এর আগে শবর বা ব্যোমকেশের মতো গোয়েন্দা চরিত্র উপহার পেয়েছে দর্শক। প্রশংসিত হয়েছে তাঁর পরিচালনা। আর এবার একদিকে সুচিত্রা ভট্টাচার্যের জমাটি কাহিনি অন্যদিকে অরিন্দমের পরিচালনা - দুয়ে মিলে অনেকটাই প্রত্যাশা রয়েছে 'মিতিনমাসি' নিয়ে।

Mitinmashi Koel Mallick
শুভ্রজিৎ

এই ছবির মাধ্যমেই বাংলা ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করলেন স্বনামধন্য অভিনেতা বিনয় পাঠক। এছাড়া রয়েছেন শুভ্রজিৎ দত্ত, জুন মালিয়া, রিয়া বণিক প্রমুখ। শুভ্রজিৎকে এই ছবিতে মিতিনের সাদাসিধে স্বামী পার্থর ভূমিকায় দেখা যাবে।

ছবির সংগীত পরিচালনা বিক্রম ঘোষের। অরিন্দম আর বিক্রমের যুগলবন্দী ভোলার নয়। দেখে নিন ছবির ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

অপহরণের জটিল কেসে সফল হবে মিতিন?



মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত 'মিতিনমাসি' ছবির ট্রেলার। 2 মিনিট 8 সেকেন্ডের টানটান ট্রেলারে একেবারে অন্য রূপে কোয়েল।



কলকাতা : চড়া মেকআপ নেই, নেই পোশাকের জাঁকজমক। তথাকথিত কমার্শিয়াল ছবির নায়িকা কোয়েল একেবারে অন্যরূপে 'মিতিনমাসি' ছবিতে। সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তার মিশেলে যেন সত্যিই মিতিনমাসি হয়ে উঠলেন চুলবুলে কোয়েল।



অরিন্দম শীলের পরিচালনায় এর আগে শবর বা ব্যোমকেশের মতো গোয়েন্দা চরিত্র উপহার পেয়েছে দর্শক। প্রশংসিত হয়েছে তাঁর পরিচালনা। আর এবার একদিকে সুচিত্রা ভট্টাচার্যের জমাটি কাহিনি এবং অরিন্দমের পরিচালনা - দুয়ে মিলে অনেকটাই প্রত্যাশা রয়েছে 'মিতিনমাসি' নিয়ে।



এই ছবির মাধ্যমেই বাংলা ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করলেন বিনয় পাঠক। এছাড়া রয়েছেন শুভ্রজিৎ দত্ত, জুন মালিয়া, রিয়া বণিক প্রমুখ। শুভ্রজিৎকে এই ছবিতে মিতিনের স্বামী সাদাসিধে পার্থর ভূমিকায় দেখা যাবে।



ছবির সংগীত পরিচালনা বিক্রম ঘোষের। অরিন্দম আর বিক্রমের যুগলবন্দী ভোলার নয়। দেখে নিন ছবির ট্রেলার...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.