ETV Bharat / sitara

27 তম আন্তর্জাতিক চলচিত্র উৎসব হোক কোরোনা মুক্ত : ফিরহাদ

author img

By

Published : Jan 15, 2021, 10:31 PM IST

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠান ছোট রাখা হয় । একভাবে সমাপ্তি অনুষ্ঠানও খোলা মঞ্চে আয়োজিত হয় ।

Closing ceremony of ২৭th KIFF
শেষ হল 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা, 15 জানুয়ারি : শেষ হল 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আজ রবীন্দ্র সদনের একতারা মঞ্চে ছিল সমাপ্তি অনুষ্ঠান । কোরোনা পরিস্থিতিতে বহু বিধিনিষেধ মেনে চলচ্চিত্র উৎসবের আয়োজন কা হয় । তবে 2021-এর উৎসব যেন কোরোনা মুক্ত ও আরও ভালো হয় । অনুষ্ঠান শেষে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান একতারা মঞ্চে আয়োজিত হল । গত বছর নভেম্বরে আয়োজনের কথা ছিল চলচ্চিত্র উৎসবের । কিন্তু কোরোনা পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয় । চলতি মাসের 8 তারিখ থেকে উৎসবের সূচনা হয় । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সূচনা অনুষ্ঠান ছোটো রাখা হয় । নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের সূচনা করেন । ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাহরুখ খান । একভাবে দর্শকদের সমাগমের কথা ভেবে সমাপ্তি অনুষ্ঠান হল খোলা মঞ্চে ।

চলচিত্র উৎসবের সমাপ্তি

আরও পড়ুন : সশরীরে থাকতে না পেরে কেআইএফএফকে "মিস" করছেন শাহরুখ

25তম চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল নজরুল মঞ্চে । যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাবানা আজ়মি-সহ আরও অনেকে । আজকের সমাপ্তি অনুষ্ঠান থেকে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, "কোরোনার সময় আন্তর্জাতিক মাপের এই অনুষ্ঠান আয়োজন করা সহজ ছিল না । তবে অনুষ্ঠান সফল করতে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য । লকডাউনের পর ও কোরোনার মধ্যে এত বড় মাপের অনুষ্ঠান বাংলাই করতে পারল ।" আজকের অনু্ষ্ঠানে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, "এই বছরটা আমাদের জন্য কঠিন ছিল । তবে আমাদের মুখমন্ত্রী ও কমিটির সকলে অক্লান্ত পরিশ্রম করছে । 2021-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক কোরোনা মুক্ত । ভ্যাকসিন এসে গেছে । আর কোনও ভয় নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.