ETV Bharat / sitara

সুশান্ত প্রসঙ্গ টেনে কার্তিকের পাশে কঙ্গনা, তুলোধোনা করণ জোহরকে

author img

By

Published : Apr 19, 2021, 5:19 PM IST

দোস্তানা 2 থেকে কার্তিক আরিয়ান বাদ পড়ায় করণ জোহরকে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এ প্রসঙ্গে তিনি টেনে আনেন সুশান্ত সিং রাজপুতের নাম ৷

Kangana Ranaut tells Kartik Aaryan not to be 'scared' of Karan Johar amid Dostana 2 recasting
সুশান্ত প্রসঙ্গ টেনে কার্তিকের পাশে কঙ্গনা, তুলোধোনা করণ জোহরকে

মুম্বই, 19 এপ্রিল: দোস্তানা 2 থেকে কার্তিক আরিয়ানকে বাদ দিয়েছে করণ জোহরের প্রযোজনা সংস্থা ৷ এই নিয়ে ফের বিস্ফোরক মেজাজে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম ৷

দোস্তানা 2-তে মুখ্য ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর ও টিভি অভিনেতা লক্ষ্য লালভানি ৷ ছবির বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং-ও হয়ে গিয়েছিল ৷ তবে সম্প্রতি করণ জোহরের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশনসের তরফে জানানো হয়, দোস্তানা 2-এর কাস্টিং আবার হবে ৷ বাদ পড়ছেন কার্তিক আরিয়ান ৷ এই ঘোষণার পরই ক্ষোভপ্রকাশ করেন নেটিজেনরা ৷ তাতে সামিল হন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও ৷

টুইটে তিনি লেখেন, "কার্তিক নিজেই অনেকটা দূর পৌঁছেছেন ৷ নিজেই আরও অনেক দূর যাবেন ৷ পাপা জো ও তাঁর নেপো ক্লাবের কাছে শুধু অনুরোধ করছি, দয়া করে ওঁকে একা ছেড়ে দিন ৷ সুশান্তের মতো ওঁর পেছনে পড়ে যাবেন না ৷ শকুনের দল ওঁকে একা ছাড়ুন, সরে যান চিন্ডি নেপোরা ৷ কার্তিক, এই খুচরোদের ভয় পাওয়ার কিছু নেই ৷ নোংরা এই প্রতিবেদন ও ঘোষণার পর তোমার আচরণ নিয়ে দোষারোপ করার পরও এই মূর্খগুলো চায় সবাই নীরব থাকুক ৷ এসএসআর-এর ক্ষেত্রেও ওরা মাদকাসক্তি ও অপেশাদার আচরণের এই একই গল্প ছড়িয়ে দিয়েছিল ৷"

  • Kartik has come this far on his own, on his own he will continue to do so, only request to papa jo and his nepo gang club is please leave him alone like Shushant don’t go after him and force him to hang himself. Leave him alone you vultures, get lost chindi nepos... https://t.co/VJioWHk38i

    — Kangana Ranaut (@KanganaTeam) April 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 2 সন্তানের পর এবার নিজেও কোভিডে আক্রান্ত সমীরা রেড্ডি

  • Know that we are with you, the one who did not make you can’t break you either,today you must be feeling lonely and targeted from all corners. No need to feel so,every one knows this drama queen JO, you will do very well dear, trust your instincts and be disciplined. much love ❤️

    — Kangana Ranaut (@KanganaTeam) April 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনা আরও লিখেছেন, "আমরা তোমার সঙ্গে আছি ৷ যে তোমায় তৈরি করেনি, সে তোমায় ভাঙতেও পারবে না ৷ আজ হয়তো তুমি একাকী বোধ করছো, সব দিক থেকে নিশানার মুখে পড়েছো ৷ এ ভাবে ভেবো না ৷ সবাই এই নাটকের রানি জো-কে চেনেন ৷ তুমি খুব ভালো করবে প্রিয়, নিজের অস্তিত্বের উপর ভরসা রাখো আর নিয়মানুবর্তী থাকো ৷ অনেক ভালোবাসা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.