ETV Bharat / sitara

বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো চায় না : অরিন্দম

author img

By

Published : Jul 25, 2019, 6:25 PM IST

ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙাপিসিমাকে মনে আছে? বাড়ি বসে পান চিবিয়ে আর ফিল্মি ম্যাগাজ়িন পড়ে এক আস্ত খুনের মামলার সমাধান করে ফেলেছিলেন। সেই ছবি ভোলার নয়, ভোলার নয় রাঙাপিসিমাকেও। তবে তাকে কোনও তথাকথিত গোয়েন্দা বলা যায় না। সেই অর্থে বাংলার প্রথম গোয়েন্দা হতে চলেছে মিতিনমাসি। অরিন্দম শীলের পরিচালনায় কোয়েল মল্লিক মিতিনের চরিত্রে। ছবির শুটিংয়ের ফাঁকে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন অরিন্দম।

অরিন্দম শীল

কলকাতা : এই পুজোয় মুক্তি পাচ্ছে 'মিতিনমাসি'। এর আগে সুচিত্রা ভট্টাচার্য রচিত এই সাহিত্যিক চরিত্রকে বই ছাড়া আর কোনও মাধ্য়মে দেখা যায়নি। তাই এই খবর অবশ্যই খুব আনন্দের সিনেমাপ্রেমীদের জন্য। কিন্তু, 'মিতিনমাসি'-র খবর ঘোষিত হওয়ার পর নাকি অনেক মানুষই চেয়েছিলেন এই প্রোজেক্টটা যেন না হয়। অরিন্দম তেমনটাই জানালেন।

তিনি বললেন, "বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো চায় না। কেউ চাইল যে চেষ্টা করা যাক কী করে এই ছবিটা না হয়। কেউ বলল মিতিনমাসি নিয়ে কী ছবি হতে পারে? এরকম অনেক কিছুই হয়েছে।"

অরিন্দম শীল
বিনয় পাঠকের সঙ্গে কোয়েল

তবে অরিন্দম আশাবাদী যে, দিনের শেষে কাজটাই ম্যাটার করে। ভালো করে কাজটা করতে পারলে সবাই চুপ হয়ে যাবে। তাই নিজের আগের ছবি 'ব্যোমকেশ গোত্র'-র থেকে আরও ভালো আরও উন্নত করে বানাচ্ছেন তিনি 'মিতিনমাসি'-কে।

ভিডিয়োয় শুনে নিন অরিন্দমের বক্তব্য়...

শুনে নিন অরিন্দমের বক্তব্য...
Intro:Body:

বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো চায় না : অরিন্দম



ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙাপিসিমাকে মনে আছে? বাড়ি বসে পান চিবিয়ে আর ফিল্মি ম্যাগাজ়িন পড়ে এক আস্ত খুনের মামলার সমাধান করে ফেলেছিলেন। সেই ছবি ভোলার নয়, ভোলার নয় রাঙাপিসিমাকেও। তবে তাকে কোনও তথাকথিত গোয়েন্দা বলা যায় না। সেই অর্থে বাংলার প্রথম গোয়েন্দা হতে চলেছে মিতিনমাসি। অরিন্দম শীলের পরিচালনায় কোয়েল মল্লিক মিতিনের চরিত্রে। ছবির শুটিংয়ের ফাঁকে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন অরিন্দম।



কলকাতা : এই পুজোয় মুক্তি পাচ্ছে 'মিতিনমাসি'। এর আগে সুচিত্রা ভট্টাচার্য রচিত এই সাহিত্যিক চরিত্রকে বই ছাড়া আর কোনও মাধ্য়মে দেখা যায়নি। তাই এই খবর অবশ্যই খুব আনন্দের সিনেমাপ্রেমীদের জন্য। কিন্তু, 'মিতিনমাসি'-র খবর ঘোষিত হওয়ার পর নাকি অনেক মানুষই চেয়েছিলেন এই প্রোজেক্টটা যেন না হয়। অরিন্দম তেমনটাই জানালেন।



তিনি বললেন, "বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো চায় না। কেউ চাইল যে চেষ্টা করা যাক কী করে এই ছবিটা না হয়। কেউ বলল মিতিনমাসি নিয়ে কী ছবি হতে পারে? এরকম অনেক কিছুই হয়েছে।"



তবে অরিন্দম আশাবাদী যে, দিনের শেষে কাজটাই ম্যাটার করে। ভালো করে কাজটা করতে পারলে সবাই চুপ হয়ে যাবে। তাই নিজের আগের ছবি 'ব্যোমকেশ গোত্র'-র থেকে আরও ভালো আরও উন্নত করে বানাচ্ছেন তিনি 'মিতিনমাসি'-কে।



ভিডিয়োয় শুনে নিন অরিন্দমের বক্তব্য়...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.