ETV Bharat / sitara

আসছে দ্বিতীয় সন্তান, অপেক্ষায় গীতা-হরভজন

author img

By

Published : Mar 15, 2021, 1:43 PM IST

কোলে নতুন অতিথি আসছে হরভজন সিং ও গীতা বসরার ৷ দ্বিতীয় সন্তান আসার কথা নিজেই জানালেন গীতা ৷ এ বছরই জুলাই মাসে তিনি ফের মা হতে চলেছেন বলে জানিয়েছেন ৷

harbhajan-singh-and-geeta-basra-set-to-welcome-second-child-in-july-2021
আসছে দ্বিতীয় সন্তান, অপেক্ষায় গীতা-হরভজন

মুম্বই, 15 মার্চ: দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী গীতা বসরা ৷ সপরিবারে নতুন অতিথি আসার কথা ঘোষণা করলেন তিনি ও তাঁর ক্রিকেটার হাবি হরভজন সিং ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন গীতা ৷ জানিয়ে দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তান আসার সময়ও ৷

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন গীতা ৷ যেখানে তাঁকে, হরভজনকে ও তাঁদের কন্যা সন্তানকে দেখা যাচ্ছে ৷ গীতা-হরভজনের একরত্তি কন্যার হাতে রয়েছে ছোট একটি টি-শার্ট ৷ সেখানে লেখা রয়েছে যে, সে খুব শিগগিরই দিদি হতে চলেছে ৷ পোস্টটির ক্যাপশনে ডেলিভারির সময়ও জানিয়ে দিয়েছেন হরভজন-পত্নী ৷ তিনি জানিয়েছেন, এ বছরই জুলাই মাসে তাঁদের জীবনে আসছে নতুন অতিথি ৷

এই ছবি পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা শুরু হয়েছে ৷ হরভজনের প্রাক্তন সহকর্মী সুরেশ রায়না ও তাঁর স্ত্রী হরভজনদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়াও ৷

আরও খবর: 'প্রেম ভাগ্য খুব খারাপ', জন্মদিনে আফসোস রয়ে গেল আমিরের

2015 সালে বিয়ে হয় হরভজন ও গীতার ৷ সম্প্রতি তাঁর আপকামিং তামিল মুভি ফ্রেন্ডশিপের চূড়ান্ত পর্বের কাজ নিয়ে ব্যস্ত ভাজ্জি ৷ সেটের ছবিও ভক্তদের জন্য পোস্ট করেছেন তিনি ৷ তার মাঝেই মিলল তাঁদের আরও একটা সুখবর ৷ আমাদের তরফে থেকেও অনেক শুভেচ্ছা রইল তাঁদের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.