ETV Bharat / sitara

Kajol Tests Positive For COVID-19 : কোভিড পজিটিভ কাজল, এই অবস্থায় নিজের ছবি দিতেও নারাজ

author img

By

Published : Jan 30, 2022, 11:22 AM IST

বলিউডের অভিনেত্রী কাজলের (Kajol Tests Positive For COVID 19) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ইনস্টাগ্রামে (Kajol instagram post) এ কথা জানালেন তিনি নিজেই ৷

COVID positive Kajol
কোভিড পজিটিভ কাজল, এই অবস্থায় নিজের ছবি দিতেও নারাজ

মুম্বই, 30 জানুয়ারি: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের অভিনেত্রী কাজল (Kajol Tests Positive For COVID 19)৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ রবি-সকালে নিজেই এ কথা জানালেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রামে (Kajol instagram post) খবরটা জানিয়ে তিনি লিখেছেন, "কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার রুডল্ফ নাকটা কারওকে দেখাতে চাই না (Don't Want Anyone To See My Rudolph Nose), তাই বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিটাই সঙ্গে থাক ৷" এই পোস্টে তাঁর কন্যা নাইসার একটি হাসিমুখের ছবি পোস্ট করেছেন কাজল ৷ তিনি এই সময়ে নাইসাকে খুব মিস করছেন বলে জানিয়েছেন ৷

চার বছর অজয় দেবগণের সঙ্গে প্রেম পর্ব চলে কাজলের ৷ 1999 সালের 24 ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের দুই ছেলে-মেয়ে ৷ নাইসা ও যুগ দেবগণ ৷

আরও পড়ুন: Kajol Rani: নবমীর সাজে তাক লাগালেন কাজল-রানি

হাবির সঙ্গে তাঁর ছবি ইশকের 24 বছর পূর্তি দিনকয়েক আগে সেলিব্রেট করেন কাজল ৷ সেই ছবিতে তাঁরা ছাড়াও ছিলেন আমির খান ও জুহি চাওলা ৷ ইশকের একটি ভিডিয়ো শেয়ার করে কাজল লেখেন, "অল ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড নাইনটিস মুভিস ৷"

গত বছর নভেম্বরে অজয় দেবগণ যখন তাঁর ফিল্মি কেরিয়ারের 30 বছর পূর্তি উদযাপন করছিলেন, তখন হাবির সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে কাজল হ্যাশট্যাগে লিখেছিলেন, সো প্রাউড অফ ইউ ৷

আরও পড়ুন: Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

কর্মক্ষেত্রে কাজলকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি ত্রিভঙ্গতে ৷ পরবর্তীতে অভিনেত্রী-পরিচালক রেবতীর ফ্যামিলি ড্রামা দ্য লাস্ট হুররেতে দেখা যাবে কুছ কুছ হোতা হ্যায় গার্লকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.