ETV Bharat / sitara

এবার গুপী বাঘার চরিত্রে দেব-রাহুল

author img

By

Published : Jan 2, 2020, 5:37 PM IST

Updated : Jan 2, 2020, 10:42 PM IST

উপেন্দ্রকিশোর রায়চৌধুরির গল্প গুপী-বাঘাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় । তা ছাড়াও অনেকেই কাজ করেছেন তাদের নিয়ে । ফের তাদের বড় পরদায় ফিরিয়ে আনছেন রঙ্গন ।

fg
gf

কলকাতা : অনেকদিন আগে থেকেই কথা হচ্ছিল দেব এবং রাহুল অভিনয় করবেন গুপি ও বাঘার চরিত্রে । তারপর আর এই প্রোজেক্ট নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি । এবার ফের এই প্রোজেক্ট নিয়ে ফের ভাবনাচিন্তা শুরু করেছেন পরিচালক রঙ্গন চক্রবর্তী । ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরির গল্প গুপী-বাঘাকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় । বর্তমানেও বেশকিছু পরিচালক কাজ করেছেন তাদের নিয়ে । এবার ফের তাদের বড় পরদায় ফিরিয়ে আনছেন রঙ্গন । মুখ্য চরিত্রে দেব ও রাহুল বন্দ্যোপাধ্যায় । রয়েছেন দু'জন অভিনেত্রীও ।

রঙ্গন বলেন, "অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছিল । তারপর কিছুদিন বন্ধ ছিল ছবি নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ । আবার ছবিটি তৈরি করার কথা ভাবা হচ্ছে ।"

ছবির গল্প সম্পর্কে রঙ্গন বলেন, "এখানে গুপী গান গায় এবং বাঘা ড্রাম বাজায় । একজনের বাড়ি শহরে, আরেকজনের গ্রামে । দু'জনকেই তাড়িয়ে দেওয়া হয় নিজ নিজ জায়গা থেকে । তারপর ওদের সঙ্গে আলাপ হয় মহীনের । কে এই মহীন ? সে বর দেয় গুপী-বাঘকে । এটা মহীনের ঘোড়াগুলির রেফারেন্স । হাফগানিস্থান বলে একটা জায়গার উল্লেখ আছে । সেখানে অর্ধেক গান গাওয়ার পরই মানুষকে গুলি করে মেরে দেওয়া হয় । গুপী বাঘার সেখানকার লড়াই দেখানো হবে ছবিতে ।"

তবে কোন দুই অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে তা এখনও জানা যায়নি । এমনকী, মহীনের চরিত্রে কে অভিনয় করবেন তাও এখনও ঠিক হয়নি

Intro:অনেকদিন আগে থেকেই কথা হচ্ছিল দেব এবং রাহুল গুপি ও বাঘের চরিত্রে অভিনয় করবেন। শেষমেশ আবার সেসব নিয়ে ভাবনাচিন্তা করছেন পরিচালক রঙ্গন চক্রবর্তী। ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'।


Body:উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গুপি-বাঘা কে নিয়ে ছবি তৈরি করেছেন সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়। বর্তমানেও বেশকিছু পরিচালক কাজ করেছেন তাদের নিয়ে। এবার ফের তাদের বড় পর্দায় ফিরিয়ে আনার গুরুদায়িত্ব পালন করতে চলেছেন রংগন চক্রবর্তী। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব ও রাহুল বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দুজন অভিনেত্রীও।


Conclusion:রঙ্গন আমাদের বললেন, "অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছিল। তারপর কিছুদিন বন্ধ ছিল ছবি নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ। আবার ছবিটি তৈরি করার কথা ভাবা হচ্ছে।"

রঙ্গন আমাদের জানিয়েছেন, "এখানে গুপি গান গায় এবং বাঘা ড্রাম বাজায় যায়। একজনের বাড়ি শহরে আরেকজনের শহরে। দু'জনকেই তাড়িয়ে দেওয়া হয় নিজ নিজ জায়গা থেকে। তারপর ওদের সঙ্গে আলাপ হয় মহীনের। কে এই মহীন? সে বর দায় গুপি-বাঘকে। এটা মহীনের ঘোড়াগুলির রেফারেন্স। হাফগানিস্থান বলে একটা জায়গার উল্লেখ আছে। সেখানে অর্ধেক গান গাওয়ার পরই মানুষকে মেরে দেওয়া হয়। গুপী বাঘার সেখানকার লড়াইকেও দেখানো হবে।"

কোন দুজন অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করবেন সেটা যদিও এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি মহীনের কাস্টিংও, জানালেন পরিচালক।
Last Updated : Jan 2, 2020, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.