ETV Bharat / sitara

Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

author img

By

Published : Nov 29, 2021, 1:35 PM IST

করোনা ভাইরাসে (Shiva Shankar death due to covid) আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর (choreographer Shiva Shankar passes away)৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি ৷

choreographer-shiva-shankar-passes-away-rajamouli-sonu-sood-and-others-express-grief
কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

নয়াদিল্লি, 29 নভেম্বর: কোভিডে (Shiva Shankar death due to covid) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর (choreographer Shiva Shankar passes away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর ৷ হায়দরাবাদের এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারজয়ী নৃত্য পরিচালক ৷ তাঁর প্রয়াণে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি ৷

চিত্রনির্মাতা এসএস রাজামৌলী (SS Rajamouli mourn Shiva Shankar death) থেকে শুরু করে সোনু সুদ, প্রভু দেবা-সহ অন্যান্য তারকারা (celebs mourn Shiva Shankar death) শিব শঙ্করের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজামৌলী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "প্রখ্যাত কোরিয়োগ্রাফার শিব শঙ্কর মাস্টারের প্রয়াণের খবর পেয়ে শোকাহত ৷ মগধীরায় তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ তাঁর পরিবারকে জানাই সমবেদনা ৷"

  • Sad to know that reknowned choreographer Shiva Shankar Master garu has passed away. Working with him for Magadheera was a memorable experience. May his soul rest in peace. Condolences to his family.

    — rajamouli ss (@ssrajamouli) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোনু সুদও (Sonu Sood mourn Shiva Shankar death)৷ তিনি লিখেছেন, "শিব শঙ্কর মাস্টারজির প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল ৷ তাঁকে বাঁচানোর জন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অন্যরকমই ছিল ৷ আপনাকে সবসময় মিস করব মাস্টারজি ৷ এই ক্ষতি সহ্য করার মতো শক্তি ঈশ্বর আপনার পরিবারকে দিক ৷ সিনেমা আপনাকে সবসময় মিস করবে ৷"

  • Heartbroken to hear about the demise of Shiv Shankar masterji. Tried our best to save him but God had different plans. Will always miss you masterji.
    May almighty give strength to the family to bear this loss.
    Cinema will always miss u sir 💔 pic.twitter.com/YIIIEtcpvK

    — sonu sood (@SonuSood) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ

শিব শঙ্করের (Shiva Shankar death) সঙ্গে বহু ছবিতে কাজ করা খুশবু সুন্দর টুইটে লিখেছেন, "আজ আমরা একজন মহান প্রতিভাকে হারালাম ৷ তাঁর সঙ্গে এক ডজনেরও বেশি গানে কাজ করেছি ৷ মূলত মস্তি, রোম্যান্স ও নাচের গানগুলিতে কোরিয়োগ্রাফি করার জন্য আমি তাঁকেই চাইতাম ৷ আপনাকে মিস করব মাস্টারজি ৷"

  • We have lost a great talent today. Choreographer #Shivshankar master. Have done dozens of songs with him. I use to specifically ask for him to Choreograph songs which had masti, romance and dance. You will be missed Master ji. #OmShanti #RIP 🙏🙏🙏 pic.twitter.com/mxGJ8eBUqF

    — KhushbuSundar (@khushsundar) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রভু দেবাও ৷

আরও পড়ুন: Salman Khan fans burst crackers in theatre: অন্তিমের শোতে হলের ভেতরে বাজি ফাটালেন ভক্তরা, সতর্ক করলেন সলমন

মগধীরার জন্য সেরা কোরিয়োগ্রাফির জাতীয় পুরস্কার পেয়েছিলেন শিব শঙ্কর (Shiva Shankar no more ) ৷ ধীরা ধীরা গানের কোরিয়োগ্রাফি করে প্রশংসিত হয়েছেন তিনি ৷ থানা সের্নধা কুট্টাম ও সরকারের মতো বেশ কিছু তেলুগু ও তামিল ফিল্মে অভিনয়ও করেছেন তিনি ৷ তাঁর সঙ্গেই কোভিডে (celebs death due to covid) আক্রান্ত হয়েছিলেন তাঁর বড় ছেলেও ৷

আরও পড়ুন: Aayna 2021 : তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মিলে গেল দুই রাজ্যের সংস্কৃতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.