ETV Bharat / sitara

অভিনয়ের বাইরে এবার অন্য় ভূমিকায় অম্বরীশ..

author img

By

Published : Jun 18, 2019, 5:23 PM IST

অভিনেতারা ছবিতে প্লেব্যাক করছেন এই ঘটনা নতুন কিছু নয়। বলিউডে যেমন সাম্প্রতিককালে শ্রদ্ধা কাপুর, পরিনীতি চোপড়া এমনকি সলমান খানও প্লেব্যাক করেছেন। ঠিক তেমনই বাংলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সৃজিত মুখার্জির 'শাহজাহান রিজেন্সি' ছবিতে 'কিচ্ছু চাইনি আমি' গানটি নিজের লিপেই গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এবার আরও এক অভিনেতা প্লেব্যাকে ডেবিউ করতে চলেছেন। সেই অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।

অম্বরীশ ভট্টাচার্য

কলকাতা : ছবির নাম 'সাহেবের কাটলেট'। পরিচালনায় অঞ্জন দত্ত। এই ছবিতে একজন উকিলের চরিত্রে দেখা যাবে অম্বরীশকে। এমন এক উকিল, যাঁর ভালো লাগে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে'কে। ছবির সঙ্গে তাৎপর্যপূর্ণ কয়েকটি গান আছে, যেগুলি লিখেছেন অঞ্জন দত্ত আর সুর দিয়েছেন তাঁর পুত্র নীল দত্ত।

'সাহেবের কাটলেট' একটি ফুড ফিল্ম। 'গ্রিন টাচ এন্টারটেনমেন্ট'-এর ছবি এটি। শুটিং শুরু হবে ১৫ জুলাই থেকে। মূলত চন্দননগর ও কলকাতাতেই শুটিং হবে। অম্বরীশের গানের রেকর্ডিংও পরের মাস থেকেই। অম্বরীশকে এর আগে টেলিভিশনে গান গাইতে দেখা গেলেও প্লেব্যাকে এটা তাঁর প্রথম ভেঞ্চার।


ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। অর্জুনকে দেখা যাবে এক শেফের চরিত্রে। এমন এক শেফ, যে কিনা কন্টিনেন্টাল খাবার তৈরিতে সিদ্ধহস্ত। কিন্তু সে খানিক রগচটা। মেজাজ হারিয়ে চাকরি খুইয়েছে সে। তারপর শিঙাড়ার মতো সুস্বাদু খাবার তৈরি করতে শুরু করে সে। তারপর কী হয়? সেটাই তো গল্প!

Intro:অভিনেতারা ছবিতে প্লেব্যাক করছেন এই ঘটনা নতুন কিছু নয়। বলিউডে যেমন সাম্প্রতিককালে শ্রদ্ধা কাপুর, পরিনীতি চোপড়া গান গেয়েছেন ছবিতে, লিপ দিয়েছেন তাতে। ঠিক তেমনই বাংলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সৃজিত মুখার্জির 'শাহজাহান রিজেন্সি' ছবিতে 'কিচ্ছু চাইনি আমি' গানটি নিজের লিপেই গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এবার আরও এক অভিনেতা প্লেব্যাকে ডেবিউ করতে চলেছেন। সেই অভিনেতার নাম অম্বরীশ ভট্টাচার্য।


Body:ছবির নাম সাহেবের কাটলেট। পরিচালনায় অঞ্জন দত্ত। এই ছবিতে একজন উকিলের চরিত্রে দেখা যাবে অম্বরীশকে। এমন এক উকিল যাঁর ভালো লাগে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে'কে। ছবিতে মানানসই কিছু গান আছে, যেগুলি লিখেছেন অঞ্জন দত্ত। এবং সুর দিয়েছেন তাঁর পুত্র নীল দত্ত।

সাহেবের কাটলেট একটি ফুড ফিল্ম। গ্রিন টাচ এন্টারটেনমেন্টের ছবি এটি। শুটিং শুরু হবে ১৫ জুলাই থেকে। মূলত চন্দননগর ও কলকাতাতেই শুটিং হবে। অম্বরীশের গানের রেকর্ডিংও পরের মাস থেকেই।




Conclusion:ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। অর্জুনকে দেখা যাবে এক শেফের চরিত্রে। এমন এক শেখ, যে কিনা কন্টিনেন্টাল খাবার তৈরিতে সিদ্ধহস্ত। কিন্তু সে খানিক রগচটা। মেজাজ হারিয়ে চাকরি হারায়। তারপর শিঙাড়ার মতো সুস্বাদু খাবার তৈরি করতে শুরু করে সে। তারপর কী হয়? সেটাই তো গল্প!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.