ETV Bharat / sitara

শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার, টুইট আবির-পরমের

author img

By

Published : May 2, 2021, 4:52 PM IST

Bengal Election Result 2021: woman on top should be trending today, says Swastika Mukherjee on Bengal Election result trends
শীর্ষে মহিলা : বাংলার রায়ে মমতাকে কুর্নিশ স্বস্তিকার !

বাংলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কুর্নিশ জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ টুইটে তিনি লিখলেন, "আজকের ট্রেন্ডিং হওয়া উচিত শীর্ষে মহিলা ৷"

কলকাতা, 2 মে: সবার শীর্ষে মহিলা ৷ বাংলায় তৃণমূলের জয়ের ইঙ্গিত পেয়ে এ ভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ প্রাথমিক ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জয় নিশ্চিত বলে ইঙ্গিত মেলার পরই টুইট করেন অভিনেত্রী ৷

টুইটে স্বস্তিকা লিখেছেন, "আজকের ট্রেন্ডিং হওয়া উচিত শীর্ষে মহিলা ৷" এই এক লাইন লিখে বেঙ্গলইলেকশনস2021 হ্যাশট্যাগ দিয়েছেন তিনি ৷ একটি কথাতেই স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী ৷

তিনি পরপর টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যেরও জবাব দেন স্বস্তিকা ৷

এ বারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন তারকাকে প্রার্থী করেছে শাসক ও তৃণমূল উভয় দলই ৷ ভোটের আগেই অভিনয় জগতের নানা তারকাকে রাজনীতিতে যোগ দিতে দেখা গিয়েছে ৷ কোন তারকা কোন দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে জল্পনা বাড়তে থাকে ৷ স্বস্তিকাও বিজেপিতে যোগ দিচ্ছেন বলে একসময়ে খবর রটে ৷ তাঁর একটি টুইটকে ঘিরে বাড়ে জল্পনা ৷

আরও পড়ুন: স্বস্তিকার মুখে রামনাম ! তিনিও যাচ্ছেন বিজেপিতে ?

টুইটে অভিনেত্রী লিখেছিলেন, 'রাম তোমার । রাম আমার । ভুতের মুখে পরলেও রাম নাম । শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম । অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র ।'' চারিদিকে যখন তারকাদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার হিড়িক, তখন আচমকা অভিনেত্রীর এই টুইটে স্বাভাবিকভাবেই ধন্ধ তৈরি হয়েছে । যদিও পরে কোনও দলে যোগ দেননি স্বস্তিকা ৷

এ দিকে, বাংলায় তৃণমূলের জয় নিশ্চিত হতেই টুইট করেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও ৷

  • বাংলা ও বাঙালী ।

    — Abir Chatterjee (@itsmeabir) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক !"

  • আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক !

    — parambrata (@paramspeak) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.