ETV Bharat / sitara

Aryan Khan Case : তদন্ত কমিটির রিপোর্টে ড্রাগ চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ নেই আরিয়ানের বিরুদ্ধে

author img

By

Published : Mar 2, 2022, 12:03 PM IST

Updated : Mar 2, 2022, 12:48 PM IST

Aryan Khan Case
ড্রাগ চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ নেই শাহরুখ পুত্রের বিরুদ্ধে জানাল তদন্ত কমিটি

ড্রাগ চালান চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ মিলল না শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে (SIT report on Aryan Khan) ৷ বিশেষ তদন্ত কমিটি এসআইটির আদালতে দেওয়া রিপোর্ট নাকি বলছে, আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডে যুক্ত ছিল না ৷ এমনটাই বলছে সূত্র ৷ যদিও তা মানতে রাজি নন এসআইটি প্রধান সঞ্জয় সিং ৷

নয়া দিল্লি, 2 মার্চ:ড্রাগ চালান চক্রের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ মিলল না শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে (SIT report on Aryan Khan) ৷ সূত্রের খবর অনুযায়ী বিশেষ তদন্ত কমিটির রিপোর্ট বলছে এসআইটি আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডে যুক্ত ছিল না ৷ তাই তাঁর ফোন নেওয়া বা চ্যাট চেক করার দরকার ছিল না ৷ চ্যাটগুলি এও প্রমাণ করে না যে, আরিয়ান কোনও আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ ছিলেন ৷ শুধু তাই নয় নারকোটিক্স বিভাগের এই বিশেষ দল নাকি এও প্রমান পেয়েছেন কর্ডেলিয়ায় যে অভিযানের ফলে আরিয়ানকে গ্রেফতার করা হয় সেই অভিযানেও বেশ কিছু অনিয়ম ছিল ।

এনসিবি মুম্বই জোনের প্রধান সমীর ওয়াংখেড়ের নেতৃত্বেই চালানো হয়েছিল এই অভিযান ৷ যার জেরে পুলিশের হাতে গ্রেফতার হন আরিয়ান খান ৷ এনকসিবির অনুমান ছিল আন্তর্জাতিক মাদক চালান চক্রের সঙ্গে যোগ রয়েছে শাহরুখ পুত্রের ৷ তবে শাহরুখ পুত্র এখনই সম্পূর্ণ বিপদ মুক্ত তা মানতে নারাজ এসআইটি প্রধান সঞ্জয় সিং ৷ তিনি বলেন, "আরিয়ান খানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই এটা বলা এখন খুবই তাড়াহুড়ো করা হয়ে যাবে। তদন্ত এখনও চলছে; একাধিক বিবৃতি রেকর্ড করা হয়েছে । এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমরা ৷"

  • Highly premature to say that there's no evidence against Aryan Khan. Probe still in progress; recorded multiple statements. Have not reached any conclusion yet: SIT chief & NCB DDG (operation) Sanjay Singh on reports of no evidence against Aryan Khan in Cordelia cruise ship drug pic.twitter.com/oCiixvLu5c

    — ANI (@ANI) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামনে এল রনবীর শ্রদ্ধা-জুটির নতুন ছবির মুক্তির তারিখ

কিন্তু সূত্র বলছে এই সংক্রান্ত কোনও প্রমাণই পায়নি এসআইটি ৷ এমনকি যে চ্য়াট নিয়ে এত আশঙ্কা করেছিল এনসিবি, তাও অমূলক বলেই মনে করছেন তাঁরা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট 20 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated :Mar 2, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.