ETV Bharat / sitara

কোভিডের বাড়-বাড়ন্তে অনির্দিষ্টকালের জন্য অধরা অমিতাভের 'চেহরে'

author img

By

Published : Mar 30, 2021, 5:28 PM IST

Updated : Mar 30, 2021, 6:41 PM IST

amitabh-bachchan-and-emraan-hashmi-starrer-chehre-release-postponed-due-to-rise-of-covid-19
কোভিডের বাড়-বাড়ন্তে অমিতাভের 'চেহরে'র মুক্তি স্থগিত

রোজ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্থগিত করে দেওয়া হল অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির ফিল্মের মুক্তি ৷ কবে ছবি মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷

মুম্বই, 30 মার্চ: কোভিডের কারণে আপাতত মুখ ঢাকল বলিউডের আপকামিং ফিল্ম 'চেহরে' ৷ অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির এই ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন চিত্রনির্মাতারা ৷

ট্রেলারে ভক্তদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল চেহরে ৷ চলতি বছর 9 এপ্রিল এই মুভি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে সম্প্রতি যে ভাবে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে, তাতে শেষ মুহূর্তে ছবির মুক্তি স্থগিত রাখা হবে বলে ঘোষণা করা হল ৷ চেহরের অভিনেতা ইমরান হাশমি তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আমাদের খুবই নিজের দর্শকদের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ এখনও পর্যন্ত যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমরা দারুণ উচ্ছ্বসিত ৷ খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ৷ ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকুন - টিম চেহরে ৷"

  • The well-being of our very own audience is of utmost importance to us.
    We are extremely humbled by the love and support that we have received this far. See you in the cinemas soon.
    Until then, stay safe!
    - Team #Chehre pic.twitter.com/TDKpeCRtgC

    — Emraan Hashmi (@emraanhashmi) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মার্কিন নৌসেনার গলায় স্বদেশের গান, উচ্ছ্বসিত শাহরুখ-রহমান

রহস্যময় থ্রিলার চেহরেতে ইমরান হাশমি ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ রুমি জাফরি পরিচালিত ছবিতে থাকবেন অন্নু কাপুর, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডিসুজ়া ও সিদ্ধার্থ কাপুর ৷ ফিল্মের মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও কবে ছবি মুক্তি পাবে সেই তারিখ জানাননি নির্মাতা ৷ ফলে অনির্দিষ্টকালের জন্য চেহরের মুক্তি পিছিয়ে গেল ৷

Last Updated :Mar 30, 2021, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.