ETV Bharat / sitara

Akshay Kumar Twinkle Khanna 21st Anniversary : বিবাহবার্ষিকীতে স্বামীকে খোঁচা টুইঙ্কলের, মজার উত্তর অক্ষয়ের

author img

By

Published : Jan 18, 2022, 12:44 PM IST

21 তম বিবাহবার্ষিকীতেও অক্ষয়কে নিয়ে মজা করতে ছাড়লেন না টুুুইঙ্কল (Twinkle Khanna celebrates 21 years anniversary in her own style) ৷ আবেগী বার্তা দিলেন অক্ষয়ও ৷

Akshay Kumar Twinkle Khanna 21st Anniversary
দেখা হলেও নাকি কথাই বলতেন না 21 তম বিবাহবার্ষিকীতে অক্ষয়কে জানালেন টুুুইঙ্কল

মুম্বই, 18 জানুয়ারি : সোমবার 21 তম বিবাহবার্ষিকী পালন করলেন বলিউড 'খিলাড়ি' কুমার অক্ষয় এবং বিউটি কুইন টুইঙ্কল খান্না (Akshay and Twinkle celebrate their 21st Anniversary) ৷ দীর্ঘ দাম্পত্য় জীবনের এই বিশেষ মোড়ে দুজনেই যে যার মত করে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে ৷ একদিকে যেমন টুইঙ্কলের পোস্ট ঘিরে রীতিমত হাসির রোল পড়েছে স্যোশাল মিডিয়ায় তেমনি আবার অক্ষয়ের লেখা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ দ্যাম্পত্য জীবনের রসায়ন কিভাবে বদলে গিয়েছে এই 21 বছরে তারই কিছুটা নিজের লেখায় তুলে ধরেছেন টুইঙ্কেল ৷

নেটিজেনদের উদ্দেশে অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কেল এই বিশেষ দিনে তাঁদের একটি কথপোকথন সামনে এনেছেন ৷ যেখানে তিনি অক্ষয়কে প্রথমেই বলেন, "তুমি কী জান, এখন যদি তোমার সঙ্গে কোনও পার্টিতে দেখা হত আমি তোমার সঙ্গে কথাই বলতাম না ৷ " তাতে অক্ষয়ের জবাব, "আমি কিন্তু অবশ্য়ই তোমার সঙ্গে কথা বলতাম ৷"

Akshay Kumar Twinkle Khanna 21st Anniversary
21 তম বিবাহবার্ষিকীতেও অক্ষয়কে নিয়ে মজা করতে ছাড়লেন না টুুুইঙ্কল

এরপর অভিনেত্রী জানতে চেয়েছেন, "কেন কথা বলতে তা ভেবে আমি অবশ্য় মোটেই আশ্চর্য হচ্ছি না , নিশ্চয়ই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতে আমাকে?" আর এরপর অক্ষয় যে জবাব দিয়েছেন তা রীতিমত হাসির রোল তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ অক্ষয় বলেন, "না, আমি বলতাম বউদি, দাদা কেমন আছেন? বাচ্চারা ভাল আছে তো? আচ্ছা নমস্কার ৷"

নিজের ছোট্ট কথোপকথনের টুকরোটির সঙ্গে মানানসই একটি ছবিও শেয়ার করেছিলেন টুইঙ্কল, যেখানে দেখা যায় মুখোমুখি বসে কথা বলছেন এই বলি দম্পতি ৷ বলাই বাহুল্য় এর পুরোটাই ছিল টুইঙ্কলের মস্তিষ্ক প্রসূত ৷

আরও পড়ুন : 18 বছরের সম্পর্কে ইতি, ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা ধনুষের

তবে একই সঙ্গে আবেগী পোস্টে নিজেদের বিবাহ বার্ষিকীর দিনটিকে স্মরণ করলেন অক্ষয় কুমারও ৷ ইনস্টাগ্রামে টুইঙ্কলের সঙ্গে মুখোমুখি বসা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "21 বছর হয়ে গেল আমার বিবাহ বন্ধনে বাঁধা পড়েছি কিন্তু এখনও মনে হয় আজই ওর সঙ্গে পরিচয় হল ৷ ধন্যবাদ জীবনের প্রতিটা দিনকে প্রথম দিনের মত করে তোলার জন্য় ৷ হ্যাপি অ্যানিভার্সারি টিনা ৷" প্রসঙ্গত তাঁদের দুই পুত্র-কন্যাকে নিয়ে বর্তমানে রণথাম্বোরে ছুটি কাটাচ্ছেন এই বলি দম্পতি ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.