ETV Bharat / sitara

সাহায্যের হাত বাড়ালেন এনা

author img

By

Published : Apr 8, 2020, 12:52 PM IST

sdf
fds

রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থ মানুষদের সাহায্য করছেন এনা ও তাঁর টিমের সদস্যরা । ETV ভারতের সঙ্গে সম্প্রতি এ নিয়ে কথা বললেন তিনি ।

কলকাতা : লকডাউনের জেরে রাজ্যের একাধিক মানুষ সমস্যায় পড়েছেন । জুটছে না ঠিক মতো খাবারও । আর এবার সেই মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী এনা সাহা ।

dfs
.

প্রতিদিন কোনও না কোনও জায়গায় গিয়ে খাবার ও অর্থ দিয়ে সাহায্য করছে এনা ও তাঁর টিম । মানুষের পাশাপাশি রাস্তার পশুদেরও সাহায্য করছেন তাঁরা । এনা বলেন, "আমি এক সপ্তাহ ধরে বাইরে ছিলাম । নরেন্দ্রপুর, সোনারপুর, কালিঘাটের নিষিদ্ধপল্লি সব জায়গায় গিয়েছি । একাধিক মানুষকে সাহায্য় করেছি আমরা । একদিন সন্তোষপুর থেকে গোলপার্ক এলাকার ফুটপাথবাসীদের হাতে সাহায্য তুলে দিয়েছি । আমার বন্ধুরা, ভাই-বোনরা আমার সঙ্গে রোজ এই কাজ করছে । আমরা পশুদেরও খাবার দিচ্ছি ।"

sdf
.

এছাড়াও বিভিন্ন সরকারি ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছেন তাঁরা । টাকা দিয়েছেন ফেডারেশনে । বলেন, "বাড়িতে বসে সরকার মারফত যা যা সাহায্য করা যায়, সব করেছি । ফেডারেশনে 1 লাখ টাকা দিয়েছি । টুকটাক NGO-তেও টাকা দিয়েছি ।"

sdf
.

সব ধরনের সতর্কতা মেনেই কাজ করছেন বলে জানিয়েছেন এনা । বলেন, "সব ধরনের সতর্কতা মেনে চলছি । পরিবারের জন্য বিশেষ সতর্কতা নিচ্ছি । বাইরে থেকে ঘুরে প্রথমে স্টোররুমে গিয়ে চেঞ্জ করে স্নান করে তারপরই ঘরে ঢুকছি । আর এটা আমি সবাইকেই করতে বলব ।"

sdf
.

লকডাউন প্রসঙ্গে এনা বলেন, "এই লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়ে দিল । কোরোনা যেমন অনেকের প্রাণ কেড়ে নিয়েছে । তেমনই অনেককে সতর্ক করে দিয়েছে । বুঝিয়ে দিয়েছে, এইবার আমাদের রাশ টানা প্রয়োজন । আমাদের মত মানুষের কারণে, দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি । এখন বাড়ির ছাদে উঠলে আকাশটা কত পরিষ্কার দেখা যায় । পৃথিবীর দূষণ অনেক কমে গিয়েছে । খারাপের সঙ্গে এগুলো তো ভালো দিক । কেননা, সব কিছুরই খারাপ ভালো দিক আছে । খারাপটা এড়িয়ে, ভালোটা গ্রহণ করতে হবে । তাহলেই এই মানব সভ্যতা এগিয়ে যাবে ।"

sdf
.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.