ETV Bharat / sitara

রিয়া কি প্রমাণিত দোষী ? মন্তব্য করে ট্রোলড বিদ্যা

author img

By

Published : Sep 2, 2020, 3:45 PM IST

সুপ্রিম কোর্ট কোনও রায় দেওয়ার আগে রিয়া চক্রবর্তীকে দোষী বলে সাব্য়স্ত করা ঠিক নয়, সোশাল মিডিয়ায় বলেছিলেন বিদ্যা বালান । তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হিনা খানের মতো একাধিক তারকাদের সঙ্গে একসুরে কথা বলেছিলেন বিদ্য়াও । তবে তাঁর এই বক্তব্য খুব একটা ভালো চোখে দেখলেন না নেটিজেনরা । ট্রোলড হলেন অভিনেত্রী ।

Vidya Balan on sushant singh rajput death
Vidya Balan on sushant singh rajput death

মুম্বই : সোশাল মিডিয়া খুললেই দেখা যাবে চারিদিকে #ArrestRhea-র দাবিতে সোচ্চার নেটিজেনরা । একটু খুঁজলে চোখে পড়বে #RheaTheLiar -এর হ্যাশট্যাগও । তবে রিয়া কি দোষী সাব্যস্ত হয়ে গেছেন ? ভারতীয় সংবিধান অনুযায়ী, কেউ যতক্ষণ না দোষী হিসেবে প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে । সেটি মনে করিয়ে দিয়েছিলেন বিদ্যা বালান । তবে হিতে হল বিপরীত ।

ট্রোলড হয়ে গেলেন বিদ্যা । নেটিজেনরা মেনে নিতে পারলেন না তাঁর এই বক্তব্য । একের পর এক বিরুদ্ধ পোস্টে ছেয়ে গেল সোশাল মিডিয়া ।

বিদ্যা এটাও বলেন যে, "সুশান্তের যন্ত্রণাদায়ক মৃত্যু যেন একটা মিডিয়া সার্কাসে পরিণত হয়েছে ।" অভিনেত্রীর এই মন্তব্যটি নিয়েও সমস্যা তৈরি হয়েছেন নেটিজেনদের । বিদ্যা নাকি সুশান্ত অনুরাগীদের 80 দিনের এই লড়াইকে "বোকামি" বলে হালকা করে দিয়ে চাইছেন, দাবি একাধিক সোশাল মিডিয়া ইউজ়ারদের ।

দেখে নেওয়া যাক কয়েকটি পোস্ট...

Vidya Balan on sushant singh rajput death
সৌজন্যে সোশাল মিডিয়া
Vidya Balan on sushant singh rajput death
সৌজন্যে সোশাল মিডিয়া
Vidya Balan on sushant singh rajput death
সৌজন্যে সোশাল মিডিয়া

সুশান্ত মামলার কিনারা করতে CBI, ED, NCB-র মতো তিনটি সর্বভারতীয় সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উঠে পড়ে লেগেছে । তাদের তদন্তের উপর একটু আস্থা রাখতে বলেছিলেন বিদ্যা । খুব কি ভুল কিছু বলেছিলেন অভিনেত্রী ? কিছু মানুষ আবার অভিনেত্রীর পক্ষেও সওয়াল করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.