ETV Bharat / sitara

"একটা মেয়েকে দু'টুকরো করার ম্যাজিক শো চলছে", রিয়ার সমর্থনে টুইঙ্কল

author img

By

Published : Sep 14, 2020, 1:44 PM IST

রিয়া চক্রবর্তীর সমর্থনে পাশে দাঁড়ালেন টুইঙ্কল খান্না । এক সময়ের অভিনেত্রী এবং এখনকার জনপ্রিয় লেখিকা টুইঙ্কল কাউকে রেয়াত না করেই রিয়ার বিরুদ্ধে হওয়া মিডিয়া ট্রায়ালকে কটাক্ষ করলেন ।

Twinkle Khanna supported Rhea chakrabarty
Twinkle Khanna supported Rhea chakrabarty

Iমুম্বই : স্পষ্টবক্তা টুইঙ্কল খান্না । স্বভাবসিদ্ধ রসিকতার মোড়কেই টুইঙ্কল নিজের মত প্রকাশ করেন সর্বদা । বলিউড তারকা হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, কাউকে রেয়াত করেন না অভিনেত্রী । এবার রিয়া চক্রবর্তীর সমর্থনে দাঁড়ালেন টুইঙ্কল ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কলামে একটি লেখা লিখেছেন টুইঙ্কল । লিখেছেন, "সাংঘাতিক মিডিয়া ট্রায়াল ও রাজনীতির শিকার রিয়া । তাঁকে 'গোল্ড ডিগার' ,'খুনি' কি না বলা হচ্ছে ! যদিও এখনও কিছু প্রমাণ হয়নি । শুধু 59 গ্রাম গাঁজা কেনার অভিযোগ প্রমাণ হয়েছে রিয়ার বিরুদ্ধে । যার জেরে তিনি এখন জেলে । লক্ষ লক্ষ দর্শকদের সামনে প্রতিদিন রিয়াকে কেটে টুকরো করা হচ্ছে । ক্যামেরা বন্ধ হলে এই মানুষগুলি নিজেদের জবাব দিতে পারবেন তো ?"

টেলিভিশনের TRP-র চাপে পড়ে অনেক গুরুত্বপূর্ণ সমস্যাকে এড়িয়ে যাচ্ছে নিউজ় চ্যানেলগুলো । তার বদলে একটি মেয়েকে দু'টুকরো করার ম্যাজিক শো চলছে সেখানে, প্রতিবাদ জানালেন টুইঙ্কল ।

আজ থেকে 60 বছর আগে পি.সি.সরকারের দেখানো একটি ম্যাজিক দেখে আজও দর্শকের গায়ে কাঁটা দেয় , একটি মেয়েকে করাত দিয়ে দু'টুকরো করা হচ্ছে । রিয়ার সঙ্গেও ঠিক তেমনটা হচ্ছে, লিখেছেন টুইঙ্কল । টেলিভিশন চ্যানেলে আয়োজিত প্যানেল ডিসকাশনগুলো আসলে রিয়াকে দু'টুকরো করার উদ্দেশ্যে তৈরি, সত্যি উদঘাটনের কোনও দায়বদ্ধতা নেই তাদের, অকপট মিসেস খান্না ।

এর আগে রিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, সোনম কাপুর, করিনা কাপুরের মতো ব্যক্তিত্বরা । রিয়ার টি-শার্টে লেখা কমেন্টকে হাতিয়ার করেই পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছিলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.