ETV Bharat / sitara

"ছাত্রদের থেকে গোরুর নিরাপত্তা বেশি", JNU কাণ্ডে বিস্ফোরক টুইঙ্কল

author img

By

Published : Jan 7, 2020, 7:20 PM IST

Updated : Jan 8, 2020, 3:11 PM IST

JNU কাণ্ডের পর কেঁপে উঠেছে দেশ । ভদ্রতার মুখোশ ছেড়ে সবাই এখন প্রতিবাদী হয়ে উঠেছে । সেই তালিকায় নাম লেখালেন টুইঙ্কল খান্না ।

Twinkle Khanna latest news
Twinkle Khanna latest news

মুম্বই : বরাবর নিজের মতামত নির্দ্বিধায় প্রকাশ করে এসেছেন টুইঙ্কল খান্না । এবারও তার ব্যতিক্রম হল না । JNU কাণ্ডে গলা চড়ালেন তিনি ।

টুইটারে টুইঙ্কল লিখেছেন, "ভারত, যেখানে ছাত্রের থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হয় গোরুকে, সেই ভারতই আমার মাথা নত করতে রাজি নয় । হিংসার আশ্রয় নিয়ে কিন্তু মানুষের মুখ বন্ধ করা যাবে না । তাহলে আরও বেশি করে প্রতিবাদ হবে ও মানুষ আরও বেশি রাস্তায় নামবে ।"

  • India,where cows seem to receive more protection than students, is also a country that now refuses to be cowed down. You can’t oppress people with violence-there will be more protests,more strikes,more people on the street. This headline says it all. pic.twitter.com/yIiTYUjxKR

    — Twinkle Khanna (@mrsfunnybones) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খবরের কাগজের এই প্রতিবেদনের ছবি তুলে এই মত প্রকাশ করেছেন টুইঙ্কল । অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন টুইঙ্কল এক প্রতিষ্ঠিত লেখিকা ও সোশালাইট ।

Twinkle Khanna latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

টুইঙ্কল সরব হলেও স্বামী অক্ষয় কিন্তু, এই বিষয় নিয়ে মুখ খোলেননি, কোনও মন্তব্য করেননি । এর আগেও CAA নিয়ে কোনও মন্তব্য করেননি অক্ষয়, যখন টুইঙ্কল সোশাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সরকার প্রণীত এই আইনের ।

Intro:Body:

"ছাত্রদের থেকে গরুর নিরাপত্তা বেশি", JNU কাণ্ডে বিস্ফোরক টুইঙ্কল



JNU কাণ্ডের পর কেঁপে উঠেছে দেশ । ভদ্রতার মুখোশ ছেড়ে সবাই এখন প্রতিবাদী হয়ে উঠেছে । সেই তালিকায় নাম লেখালেন টুইঙ্কল খান্না ।



মুম্বই : বরাবর নিজের মতামত নির্দ্বিধায় প্রকাশ করে এসেছেন টুইঙ্কল খান্না । এবারও তার ব্যতিক্রম হল না । JNU কাণ্ডে গলা চড়ালেন তিনি ।



টুইটারে টুইঙ্কল লিখেছেন, "ভারত, যেখানে ছাত্রের থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হয়, সেই ভারতই আমার মাথা নত করতে রাজি নয় । হিংসার আশ্রয় নিয়ে কিন্তু মানুষের মুখ বন্ধ করা যাবে না । তাহলে আরও বেশি করে গলা শোনা যাবে, আরও বেশি করে প্রতিবাদ হবে, মানুষ আরও বেশি করে রাস্তায় বেরোবে ।"



খবরের কাগজের এই প্রতিবেদনের ছবি তুলে এই মত প্রকাশ করেছেন টুইঙ্কল । অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন টুইঙ্কল এক প্রতিষ্ঠিত লেখিকা ও সোশালাইট ।



টুইঙ্কল সরব হলেও স্বামী অক্ষয় কিন্তু, এই বিষয় নিয়ে মুখ খোলেননি, কোনও মন্তব্য করেননি । এর আগেও CAA নিয়ে কোনও মন্তব্য করেননি অক্ষয়, যখন টুইঙ্কল সোশাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সরকার প্রণীত এই আইনের ।


Conclusion:
Last Updated : Jan 8, 2020, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.