ETV Bharat / sitara

বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা, আদুরে পোস্ট টুইঙ্কলের

author img

By

Published : Jun 20, 2021, 4:08 PM IST

সাদা-কালো ফ্রেমে অক্ষয়-নিতারার আদুরে ছবি । ফাদার্স ডে'তে অক্ষয়ের জন্য বিশেষ পোস্ট স্ত্রী টুইঙ্কলের ।

বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা
বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা

মুম্বই, ২০জুন: আজ বাবার দিন । বাবাকে বিশেষ অনুভূতি দেওয়ার দিন । বাবাকে নিয়ে ব্যস্ত আজ সব সন্তান । সেলেব মহলেও তাঁর বিকল্প হয়নি । সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বাবা এবং সন্তানের হৃদয় স্পর্শ করা সমস্ত ছবি ।

অক্ষয় কুমারের জন্য বিশেষ পোস্ট তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার । মেয়ে নিতারা এবং অক্ষয়ের এক মিষ্টি মুহূর্তকে ক্যামেরাবন্দি করা ছবি পোস্ট করলেন তিনি । ছবিতে দেখা যাচ্ছে অক্ষয়ের গালে তাঁর মেয়ে নিতারা রং লাগিয়ে দিচ্ছে । ছবিটি পোস্ট করে টুইঙ্কল লেখেন " ওকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা । অক্ষয় সেই দিনটার জন্য অপেক্ষা করে আছে যেদিন নিতারা পৌঁছবে উন্নতির শীর্ষে এবং নিজেই মস্ত প্রাচির হয়ে নিজেকে মেলে ধরবে "।

অক্ষয় এবং নিতারার এই আদুরে ছবি দেখে আপ্লুত ভক্তরা । পোস্টজুড়ে ভক্তদের লাভ রিয়েক্টের বন্যা । প্রসঙ্গত, অক্ষয় কুমারকে পরবর্তী বেল বটম, আতরঙ্গি রে, এবং পৃথ্বিরাজ সিনেমায় দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.