ETV Bharat / sitara

শিশুদের উপর যৌন হেনস্থা বন্ধ হোক, শিশুদিবসে সরব বিদ্যা

author img

By

Published : Nov 14, 2020, 4:55 PM IST

দীপাবলির সঙ্গে আজ আরও একটি কারণে দিনটি বিশেষ । আজ শিশুদিবস । জওহরলাল নেহরুর জন্মদিনটিকে শিশুদিবস হিসেবে পালন করা হয় । আর এই দিনে বাচ্চাদের উপর যৌন হেনস্থা বন্ধ করার বিশেষ উদ্যোগ নিলেন বিদ্যা বালান ।

Vidya Balan message on childrens' day
Vidya Balan message on childrens' day

মুম্বই : বনি কাপুর কন্যা অনশুলা কাপুরের ফান্ড তৈরি করার অনলাইন প্ল্যাটফর্ম 'ফ্যানকাইন্ড'-এর সঙ্গে হাত মেলালেন বিদ্যা বালান । এই শিশুদিবসে তিনি নিলেন এক বিশেষ উদ্যোগ । দিন দিন শিশুদের উপর যৌন হেনস্থার ঘটনা বাড়ছে । শুধু বাইরে নয়, বাড়ির ভিতর আত্মীয়দের থেকেও নানা ধরনের হেনস্থার শিকার হয় ওই ছোটো ছোটো শিশুরা ।

এর প্রতিকার স্বরূপ 'অর্পণ' নামে এক NGO-তে অনুদান দেওয়ার আবেদন জানিয়েছেন বিদ্যা । কী করে এই NGO ? তারা শিশুদের উপর হওয়া যৌন হেনস্থা প্রতিরোধের ক্যাম্পেন চালাচ্ছে দিনরাত । শিশুদিবসে এমন এক NGO-র সঙ্গে হাত মেলানোর থেকে উপযুক্ত আর কী হতে পারে ?

আর সবথেকে আনন্দের বিষয়টা হচ্ছে, যারা 'অর্পণ'-এ অনুদান দেবেন, তাদের মধ্যে থেকে পাঁচজন লাকি উইনার বিদ্যার সঙ্গে ভার্চুয়াল অন্তক্ষরী খেলার সুযোগ পাবেন । অভিনেত্রী নিজেই এই কথা জানিয়েছেন ভিডিয়োবার্তায় ।

দেখে নিন...

আপাতত 'শেরনি'-র শুটিং নিয়ে ব্যস্ত বিদ্যা । তারই মধ্যে সময় করে এই মহৎ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি । শিশুদের উপর হওয়া যে কোনও অত্যাচার কষ্ট দেয় বিদ্যাকে । তাই নিজের মতো করে যতটা করা যায় করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.