ETV Bharat / sitara

মহারাষ্ট্র সরকার যা করেছে তা দুর্ভাগ্যজনক : জয়রাম ঠাকুর

author img

By

Published : Sep 9, 2020, 10:51 PM IST

বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় BMC । এই ঘটনার নিন্দা করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী জয়রাম ঠাকুর ।

sdf
dsf

সিমলা (হিমাচল প্রদেশ) : বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এই ঘটনার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা । পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী জয়রাম ঠাকুর ।

এ প্রসঙ্গে জয়রাম ঠাকুর বলেন, "মহারাষ্ট্র সরকার যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক । আমি এর নিন্দা করি । হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা রানাওয়াত নিজের মত প্রকাশ করেছিলেন । সেই উদ্দেশ্য সাধনের জন্যই মহারাষ্ট্র সরকার এটা করেছে । এটা দুর্ভাগ্যজনক ।"

বেআইনি নির্মাণের অভিযোগে গতকাল কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে নোটিশ দেয় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল অভিনেত্রীর । যদিও তা তিনি দেননি । আর সেই কারণেই আজ সকালে বুলডোজ়ার দিয়ে ওই অফিসে ভাঙচুর চালায় BMC । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী । সেই মামলায় ওই অফিসে ভাঙচুরের উপর স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট । পাশাপাশি BMC-র কাছে অফিস ভাঙার পিছনে সঠিক কী কারণ রয়েছে তা জানতে চেয়েছে আদালত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.