ETV Bharat / sitara

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর শুরু 'ঠাকরে 2'-এর কাজ

author img

By

Published : Nov 5, 2019, 9:32 AM IST

আসতে চলেছে 'ঠাকরে' ছবির সিক্যুয়েল 'ঠাকরে 2'। প্রথমবারের মতো এই ছবিতেও ঠাকরের ভূমিকায় থাকছেন নওয়াজ়দ্দিন সিদ্দিকি।

Thackeray 2 after Maharashtra assembly election

মুম্বই : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছে শিবসেনা। আর তারপরই 'ঠাকরে 2'-এর কাজ নিয়ে উঠে পড়ে লেগেছেন 'ঠাকরে'-র পরিচালক সঞ্জয় রাউত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

2019-এর শুরুর দিকে হিন্দি ও মারাঠী ভাষায় মুক্তি পেয়েছিল 'ঠাকরে'। শিবসেনা নেতা ঠাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি। ছবিটি বেশ প্রশংসিত হয় সমালোচকদের কাছে। দেশজুড়ে 40 কোটি টাকা উপার্জন করে ছবিটি। কয়েকমাস আগেই ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (IMPPA)-এ 'ঠাকরে 2'-এর নাম রেজিস্টার করানো হয়। আর এখন সঞ্জয় খুব দ্রুততার সঙ্গে ছবির শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তিনিই এই ছবির লেখক ও প্রযোজক।

Thackeray 2 after Maharashtra assembly election
ঠাকরে-র ভূমিকায় নওয়াজ়

শিবসেনার প্রবীণ ও নবীন নেতারাও এটাই চাইছেন যে, তাড়াতাড়ি মুক্তি পাক 'ঠাকরে 2'। বালাসাহেব ঠাকরে যে মহারাষ্ট্রকে কতটা দিয়েছেন, সেটা বোঝানোর জন্য সিনেমাকেই শ্রেষ্ঠ মাধ্যম মনে করছেন তাঁরা। খবর সেই সংবাদমাধ্যম সূত্রে।

শোনা যাচ্ছে ইতিমধ্যেই ট্রেলার তৈরির জন্য শুটিং হয়েছে কিছু অংশের। নওয়াজ়ুদ্দিনকেও খুব তাড়াতাড়ি ঠাকরে হিসেবে ঘোষণা করে হবে। অপেক্ষায় অনুরাগীরা।

Intro:Body:

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর শুরু 'ঠাকরে 2'-এর কাজ



আসতে চলেছে 'ঠাকরে' ছবির সিক্যুয়েল 'ঠাকরে 2'। প্রথমবারের মতো এই ছবিতেও ঠাকরের ভূমিকায় থাকছেন নওয়াজ়দ্দিন সিদ্দিকি।



মুম্বই : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছে শিবসেনা। আর তারপরই 'ঠাকরে 2'-এর কাজ নিয়ে উঠে পড়ে লেগেছেন 'ঠাকরে'-র পরিচালক সঞ্জয় রাউত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।



2019-এর শুরুর দিকে হিন্দি ও মারাঠী ভাষায় মুক্তি পেয়েছিল 'ঠাকরে'। শিবসেনা নেতা ঠাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি। ছবিটি বেশ প্রশংসিত হয়। দেশজুড়ে 40 কোটি টাকা উপার্জন করে ছবিটি। কয়েকমাস আগেই ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (IMPPA)-এ 'ঠাকরে 2'-এর নাম রেজিস্টার করানো হয়। আর এখন সঞ্জয় খুব দ্রুততার সঙ্গে ছবির শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তিনিই ছবির লেখক ও প্রযোজক।



শিবসেনার প্রবীণ ও নবীন নেতারাও এটাই চাইছেন যে, তাড়াতাড়ি মুক্তি পাক 'ঠাকরে 2'। বালাসাহেব ঠাকরে যে মহারাষ্ট্রকে কতটা দিয়েছেন, সেটা বোঝানোর জন্য সিনেমাকেই শ্রেষ্ঠ মাধ্যম মনে করছেন তাঁরা। খবর সেই সংবাদমাধ্যম সূত্রে।



শোনা যাচ্ছে ইতিমধ্যেই ট্রেলার তৈরির জন্য শুটিং হয়েছে কিছু অংশের। নওয়াজ়ুদ্দিনকেও খুব তাড়াতাড়ি ঠাকরে হিসেবে ঘোষণা করে হবে। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.