ETV Bharat / sitara

"অস্কারের জন্যই আপনি ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না", রহমানকে বললেন শেখর

author img

By

Published : Jul 27, 2020, 2:47 PM IST

বলিউডে এখন আর তেমন একটা কাজ করতে দেখা যায় না এ আর রহমানকে । এর পিছনে কী কারণ রয়েছে তা একটি রেডিয়ো চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান তিনি । যদিও ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার জন্য রহমানের অস্কার জয়কেই দায়ি করেছেন শেখর কাপুর ।

asd
asd

মুম্বই : 'দিল বেচারা' ছবির একাধিক গান কম্পোজ় করেন এ আর রহমান । যদিও বলিউডে এখন আর তেমন একটা কাজ করতে দেখা যায় না তাঁকে । এর পিছনে কী কারণ রয়েছে তা একটি রেডিয়ো চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খোলসা করেন অস্কারজয়ী এই মিউজ়িক কম্পোজ়ার । সম্প্রতি এ নিয়ে টুইট করেন পরিচালক শেখর কাপুর ।

বলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন রহমান । তার মধ্যে ‘লগান’, ‘দিল সে’, ‘স্বদেশ’, ‘গুরু’, ‘তাল’, ‘জোধা আকবর’, ‘রকস্টার’ অন্যতম । কিন্তু, এখন বলিউডে খুব বেশি কাজ করতে দেখা যাচ্ছে না তাঁকে । এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যখন মুকেশ ছাবড়া আমার কাছে এসেছিলেন তখন দু'দিনে মধ্যে আমি তাঁকে চারটি গান দিয়ে দিই । এরপর তিনি বলেছিলেন, 'স্যার আমাকে অনেকেই আপনার কাছে আসতে বারণ করেছিলেন । 'দিল বেচারা'-র গানের দায়িত্ব যাতে আপনাকে না দিই তার জন্য সতর্কও করেছিলেন । অনেক গল্পও বলেছিলেন আপনার নামে ।' মুকেশের কথাতেই আমি বুঝতে পারি যে কেন বলিউডে এখন কম কাজ করছি । আর আমার কাছে কেন কোনও ভালো ছবি আসছে না । বলিউডের একদল আমার বিরুদ্ধে রয়েছে । তারাই আমার ক্ষতি করছে ।" যদিও এ ক্ষেত্রে কারও নাম নেননি রহমান ।

2007 সালে রহমানের সঙ্গে 'এলিজ়াবেথ : দা গোল্ডেন এজ' ছবিতে কাজ করেছিলেন শেখর । টুইট করে তিনি লেখেন, "আপনি কি জানেন রহমান আপনার সমস্যাটা কোথায় ? সমস্যা হল, আপনি অস্কার পেয়েছেন । অস্কার হল বলিউডের একটা মৃত্যু চুম্বন । এটা প্রমাণ করে দেয় যে বলিউডের অন্যদের থেকে আপনার অনেক বেশি প্রতিভা রয়েছে ।"

gf
শেখর কাপুরের টুইট

শেখরের টুইটের কয়েক ঘণ্টা পর পালটা টুইট করেন রহমান । তিনি লেখেন, "হারানো টাকা ফিরে আসবে, খ্যাতি ফিরে আসবে । কিন্তু, জীবনের সময় একবার চলে গেলে তা ফিরবে না । শান্তি রাখো । এগিয়ে চলো জীবনে । আমাদের আরও বেশি কাজ করতে হবে ।"

sdf
এ আর রহমানের টুইট

2009 সালে 'স্লামডগ মিলিয়নিয়র'-এর জন্য প্রথম ভারতীয় সংগীত পরিচালক হিসেবে অস্কার জেতেন এ আর রহমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.