ETV Bharat / sitara

আয়ুষ্মানের সঙ্গে 'ডক্টর জি'-তে স্ক্রিন শেয়ার করবেন না ম্রুণাল ?

author img

By

Published : Jan 18, 2021, 11:03 PM IST

'ডক্টর জি'-তে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে । আর সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল ম্রুণাল ঠাকুরের । কিন্তু, শুটিংয়ের তারিখ নিয়ে কিছু সমস্যা হওয়ায় এই ছবি করবে না বলে জানিয়েছেন অভিনেত্রী ।

asd
asd

মুম্বই : আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি 'ডক্টর জি'-তে অভিনয় করার কথা ছিল ম্রুণাল ঠাকুরের । তবে শোনা যাচ্ছে, আপাতত এই ছবিটি করছেন না তিনি । শুটিংয়ের তারিখ নিয়ে কিছু সমস্যা হওয়ার ফলে এই ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী ।

মাত্র কয়েকদিন আগেই শাহিদ কাপুরের সঙ্গে 'জার্সি'-র শুটিং শেষ করেছিলেন ম্রুণাল । এছাড়াও তাঁর হাতে রয়েছে রাকেশ ওম প্রকাশ মেহেরা পরিচালিত 'তুফান'। সেখানে ফারহান আখতারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । পাশাপাশি রয়েছে কমেডি ড্রামা 'আঁখ মে চোলি'-র মতো ছবিও ।

asd
'আঁখ মে চোলি' টিমের সঙ্গে ম্রুণাল

যদিও 'ডক্টর জি'-তে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা জানতে পেরে খুবই খুশি হয়েছিলেন ম্রুণাল । তবে এখন শোনা যাচ্ছে, এই প্রোজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন তিনি । লকডাউন চলাকালীন এই ছবির তারিখ ঠিক হয়েছিল । এখন ছবির শুটিং নিয়ে নতুন পরিকল্পনা করছেন নির্মাতারা । আর সেই পরিকল্পনা অনুযায়ী ম্রুণালের সঙ্গে আয়ুষ্মানের শুটিংয়ের তারিখ মিলছে না । তাই এই ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ।

asd
পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরা ও ফারহানের সঙ্গে ম্রুণাল

এই ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে । ছবিটি পরিচালনা করবেন অনুভূতি কাশ্যপ । সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন তিনি । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হবে অনুভূতির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.