ETV Bharat / sitara

ছবি পোস্ট করার জন্য মায়ের থেকে টাকা চাইলেন কার্তিক ?

author img

By

Published : May 11, 2020, 9:20 PM IST

ছবি পোস্ট করার জন্য মায়ের থেকে টাকা চাইলেন কার্তিক আরিয়ান । না না সিরিয়াসলি নয়, পুরোটাই মজার ছলে ।

kartik aryan on mother's day
kartik aryan on mother's day

মুম্বই : মাদার্স ডে-তে কমবেশি সব সেলেব্রিটিরাই মায়ের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন । তবে কার্তিক আরিয়ান সেরকম কিছু করেননি । তাই তাঁর মা খুব রেগে গেলেন । ছেলেকে বললেন তাড়াতাড়ি ছবি পোস্ট করতে । উত্তরে ছেলে কী বলল জানেন ?

কার্তিক মা-কে বললেন, "এক একটা পোস্টের জন্য আমি কত লাখ টাকা পাই জান ? তুমি দেবে ?" তবে তাঁর মা-ও কম জান না । তিনি বললেন, "লাখ নয়, লাথি দেব । ভোপালের পিসি দু'বার ফোন করেছে । তাড়াতাড়ি ছবি আপলোড কর ।"

মায়ের সঙ্গে কার্তিকের এই মজার ভিডিয়ো মন কেড়ে নিয়েছে দর্শকের । রীতিমতো ভাইরাল ভিডিয়োটি । প্রায় 3.5 মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন সেই পোস্ট ।

আপনারাও দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.