ETV Bharat / sitara

আগামী সপ্তাহেই 'ধামাকা' শুরু করবেন কার্তিক

author img

By

Published : Dec 3, 2020, 10:02 PM IST

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কার্তিক । সেখানে জল দিয়ে মুখ ধুতে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে তাঁর দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ । আর ছবির ক্যাপশনে লেখেন, "হাত মুখ ধুয়ে আগামী সপ্তাহ থেকে #ধামাকা শুরু করব ।"

asd
asd

মুম্বই : জন্মদিনেই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন কার্তিক আরিয়ান । ছবির নাম 'ধামাকা'। আর আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু হবে বলে সোশাল মিডিয়ায় জানালেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কার্তিক । সেখানে জল দিয়ে মুখ ধুতে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে তাঁর দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ । আর ছবির ক্যাপশনে লেখেন, "হাত মুখ ধুয়ে আগামী সপ্তাহ থেকে #ধামাকা শুরু করব ।"

22 নভেম্বর 30 বছরে পা দেন কার্তিক । ওই দিনই একটি টিজ়ার প্রকাশ করে পরবর্তী ছবির কথা ঘোষণা করেন তিনি । আর সেই টিজ়ারেই সামনে আসে ছবিতে তাঁর ফার্স্টলুক । যেখানে ফরমাল পোশাকে দেখা গিয়েছে তাঁকে ।

কী আছে 'ধামাকা'-তে ? মুম্বইয়ের উপর হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবেন এক সাংবাদিক । আর এই সাংবাদিকের চরিত্রেই দেখা যাবে কার্তিককে । এই ছবিতে একেবারে অন্য অবতারে ধরা দেবেন তিনি । এই ধরনের চরিত্রে আগে কখনও দেখা যায়নি তাঁকে । তাঁর ক্যারিয়ারগ্রাফে রয়েছে শুধুমাত্র রোম্যান্টিক কমেডি ছবি ।

ছবিটি পরিচালনা করছেন রাম মাধবনী । থ্রিলার হলেও 'ধামাকা'-তে ভরপুর আবেগ আর ড্রামা থাকবে বলে জানিয়েছেন পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.