ETV Bharat / sitara

"'কলঙ্ক' খারাপ ফল করারই যোগ্য", মেনে নিলেন বরুণ?

author img

By

Published : Jun 18, 2019, 2:37 PM IST

Updated : Jun 19, 2019, 2:16 PM IST

বরুণ ধাওয়ান আর আলিয়া ভাটের জুটি কখনও ব্যর্থ হয়নি। 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' বা 'বদ্রীনাথ কি দুলহানিয়া'-র মতো ছবি বক্স অফিস কাঁপিয়েছে। তবে ব্যতিক্রম হল 'কলঙ্ক'। ছবিটি বক্স অফিসেও যেমন সাড়া ফেলতে পারেনি, তেমনই সমালোচকদের প্রশংসাও পায়নি।

কলঙ্ক

মুম্বই : 'কলঙ্ক' ছবিটি নিয়ে বেশ প্রত্যাশা ছিল দর্শকের। একদিকে বরুণ-আলিয়ার জুটি, অন্যদিকে জমজমাট সেট, চোখ ধাঁধানো পোশাক-পরিচ্ছদ- সব মিলিয়ে মুক্তির আগেই একটা বাজ় তৈরি করেছিল 'কলঙ্ক'। তবে দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় ছবিটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বরুণ বলেন, "'কলঙ্ক' খারাপ ফল করারই যোগ্য"

'কলঙ্ক'-এর ব্যর্থতা নিয়ে বরুণ বলেন, "আমার খারাপ লেগেছে এই ফলাফলে। দর্শক পছন্দ করেননি ছবিটা। তাই 'কলঙ্ক' খারাপ ফল করারই যোগ্য। এটা পরিষ্কার যে, দর্শকের যেই ছবিটা ভালো লাগবে না সেটা ভালো ফল করবে না। আমি এই পুরো ব্যাপারটা থেকে অনেক কিছু শিখলাম।"

বরুণ আরও বলেন, "আমার ক্যারিয়ারে এই প্রথম ব্যর্থতা। তাই আমার এরকম প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। যদি আমি একটুও প্রভাবিত না হতাম তাহলে বলতে হত যে, আমি আমার ছবিগুলোকে ভালোবাসি না।"

বরুণ আপাতত ব্যস্ত রেমো ডিসুজ়ার 'স্ট্রিট ডান্সার 3D' ছবির শুটিংয়ে। ২০২০ সালের ২৪ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

Intro:Body:

 


Conclusion:
Last Updated : Jun 19, 2019, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.