ETV Bharat / sitara

"একমাত্র মানুষ, যে আমার মন ভাঙতে পারে", কার দিকে ইঙ্গিত টুইঙ্কলের ?

author img

By

Published : Jun 20, 2020, 7:27 PM IST

বিশ্ব পিতৃদিবসের আগে বাবাকে মনে করলেন টুইঙ্কল খান্না । বাবা রাজেশ খান্নাই তাঁর কাছে একমাত্র ব্যক্তি "যে মন ভাঙতে পারে" ।

twinkle khanna remembers Rajesh Khanna
twinkle khanna remembers Rajesh Khanna

মুম্বই : আগামীকাল অর্থাৎ 21 জুন ফাদার্স ডে । তবে টুইঙ্কল খান্নার কাছে ফাদার্স ডে সবসময় ডিসেম্বর মাসে । কারণ সেই মাসের 29 ডিসেম্বর বাবা আর মেয়ে দু'জনেরই জন্ম । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি ।

টুইঙ্কল লিখেছেন, "আমার বাবা, আমার মাকে বলেছিলেন যে, আমি নাকি তাঁর জন্মদিনের সেরা উপহার । এই পৃথিবীতে আমার জন্মটাই আমার বাবার কাছে একটা উপহার ছিল । বাবার 31 তম জন্মদিনে আমার জন্মদিন ।"

স্টার রাজেশ মেয়েকে কী বলে ডাকতেন জানেন ? টুইঙ্কল লিখেছেন, "বাবা আমায় সবসময় টিনা বাবা বলে ডাকত, কখনও বেবি বলেনি । আমি তখন বুঝিনি যে, আমার বয়সী সকলের থেকে আমার বেড়ে ওঠাটা অন্যরকম ।"

দেখে নিন টুইঙ্কলের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.