ETV Bharat / sitara

বন্যা পরিস্থিতি মোকাবিলায় অনুদান, অক্ষয়কে ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Aug 18, 2020, 6:55 PM IST

োে্
োে্

অক্ষয়কে ধন্যবাদ জানিয়ে টুইটারে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, "অসমের বন্যা ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অক্ষয় কুমার । কঠিন পরিস্থিতিতে আপনি সব সময় সবার পাশে দাঁড়িয়েছেন ৷ অসমের বন্ধু আপনি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন, যাতে আপনি আরও উন্নতির শিখরে পৌঁছন ।"

মুম্বই : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার । আর সম্প্রতি অসমের বন্যা ত্রাণের সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ।

বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত বিহার ও উত্তর পূর্ব অসমের জনজীবন ৷ বিহারে প্রায় 76 লাখ মানুষ সমস্যায় পড়েন । অন্যদিকে জলের তলায় চলে যায় অসমের একাধিক গ্রাম । মৃত্যু হয়েছে প্রায় 136 জনের । এই পরিস্থিতিতে দুই রাজ্যের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয় ৷ দুটি রাজ্যের বন্যা ত্রাণ তহবিলে 1 কোটি করে টাকা অনুদান দেন তিনি ।

অভিনেতার কাছ থেকে এই অর্থ সাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী । টুইটারে তিনি লেখেন, "অসমের বন্যা ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অক্ষয় কুমার । কঠিন পরিস্থিতিতে আপনি সব সময় সবার পাশে দাঁড়িয়েছেন ৷ অসমের বন্ধু আপনি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন, যাতে আপনি আরও উন্নতির শিখরে পৌঁছন ।"

  • Thank you @akshaykumar ji for your kind contribution of ₹1 crore towards Assam flood relief. You have always shown sympathy and support during periods of crisis. As a true friend of Assam, may God shower all blessings to you to carry your glory in the global arena.

    — Sarbananda Sonowal (@sarbanandsonwal) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে 2 অগাস্টের পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে যায় অসমের বন্যা পরিস্থিতি । একাধিক জায়গায় জল নেমেছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.