ETV Bharat / sitara

ঋষি কাপুর ও ইরফান খানের শেষযাত্রায় থাকতে না পেরে আক্ষেপ রহমানের

author img

By

Published : May 5, 2020, 10:10 AM IST

IANS-কে এ আর রহমান বলেন, "এই পরিস্থিতির মধ্যে কেউই তাঁদের (ঋষি কাপুর ও ইরফান খান) শেষযাত্রায় থাকতে পারলেন না । এটা খুবই দুর্ভাগ্যজনক ।"

xcv
xcv

মুম্বই : কিছুদিন আগেই প্রয়াত হন বলিউডের দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খান । তাঁদের চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই । শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা । বাদ যাননি এ আর রহমানও । আর তাঁদের শেষযাত্রায় যোগ দিতে না পেরে আক্ষেপও প্রকাশ করছেন তিনি ।

সম্প্রতি IANS-কে দেওয়া সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, "এই পরিস্থিতির মধ্যে কেউই তাঁদের (ঋষি কাপুর ও ইরফান খান) শেষযাত্রায় থাকতে পারলেন না । এটা খুবই দুর্ভাগ্যজনক । মানুষের বিনোদনের জন্য তাঁরা অনেক কিছুই করেছেন । আর এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা কেউই তাঁদের শেষযাত্রায় থাকতে পারলাম না ।"

2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি কাপুর । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । এই বছরের ফেব্রুয়ারিতে দিল্লি গিয়ে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । এরপর দিল্লি থেকে মুম্বই ফিরে ফের অসুস্থ হন । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । তারপর 29 এপ্রিল তাঁকে ফের মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি করা হয় । 30 এপ্রিল সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

অন্যদিকে 2018 থেকে নিউরোএন্ড্রোক্রিন টিউমারে ভুগছিলেন ইরফান । তাঁর চিকিৎসাও চলছিল । এরপর 29 এপ্রিল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মাত্র 53 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.