ETV Bharat / science-and-technology

India's first Private Rocket: ইতিহাসের সন্ধিক্ষণে ভারত ! উৎক্ষেপন হল দেশের প্রথম বেসরকারি রকেট

author img

By

Published : Nov 15, 2022, 12:09 PM IST

দেশের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম এস' 15 নভেম্বর, 2022 লঞ্চ হতে চলেছে । রকেটটি ইসরো'র শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে যাত্রা করবে এবং 3টি পেলোড-সহ সাব-আর্থ কক্ষপথে ছোট উপগ্রহ স্থাপন করবে ।

India's first private rocket
ভারতের প্রথম বেসরকারি রকেট

শ্রীহরিকোটা, 15 নভেম্বর: ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস' মঙ্গলবার অর্থাৎ আজ লঞ্চ করা হল । হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ 'স্কাইরুট অ্যারোস্পেস' এই ঘোষণা করেছে । স্কাইরুট অ্যারোস্পেস-এর এই প্রথম মিশনটির নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ' (Prarambh) যা তিনটি পেলোড বহন করবে এবং শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়েছে ।

শুক্রবার সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, 'হৃদস্পন্দন বাড়ছে । সবার চোখ আকাশের দিকে । পৃথিবী শুনছে ।' সংস্থাটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পবন কুমার চন্দনা এবং স্কাইরুট অ্যারোস্পেসের-সহ প্রতিষ্ঠাতা জানিয়েছেন, সকাল 11.30টায় উৎক্ষেপণ করা হয়েছে ।

কে তৈরি করেছে বিক্রম এস রকেট ?

রকেটটি তৈরি করেছে হায়দরাবাদ ভিত্তিক (Skyroot Aerospace) স্কাইরুট অ্যারোস্পেস কোম্পানি । কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা মিডিয়াকে জানিয়েছেন, বিক্রম-এস রকেটটির নামকরণ করা হয়েছে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং ইসরো প্রতিষ্ঠাতা ড.বিক্রম সারাভাইয়ের নামানুসারে । এই উৎক্ষেপণের নাম দেওয়া হয়েছে মিশন প্রারম্ভ । স্কাইরুট কোম্পানির মিশন লঞ্চের মিশন প্যাচ উন্মোচন করেন ইসরো প্রধান ডঃ এস. সোমনাথ ।

বিক্রম-এস এর বৈশিষ্ট্যগুলি কী কী ?

  • বিক্রম-এস একটি সাব-অরবিটাল ফ্লাইট করবে । এটি একটি একক পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ ভেহিক্যাল, যা তিনটি বাণিজ্যিক পেলোড বহন করছে ।
  • এটি হবে পরীক্ষামূলক ফ্লাইট । এটি সফল হলে বেসরকারি মহাকাশ সংস্থা রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে যোগ দেবে ভারত ।

আরও পড়ুন: ডুডল ফর গুগল 2022 প্রতিযোগিতায় বাঙালির রাজ, জিতল কলকাতার ছাত্র

  • এই রকেট দিয়ে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে ছোট উপগ্রহ স্থাপন করা হবে ।

স্কাইরুট অ্যারোস্পেসের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট শিরীষ পল্লিকোন্ডা বলেন, "3D ক্রায়োজেনিক ইঞ্জিন সাধারণ ক্রায়োজেনিক ইঞ্জিনের চেয়ে বেশি নির্ভরযোগ্য । এছাড়াও এটি 30 থেকে 40 শতাংশ সস্তাও । এই উৎক্ষেপণে সাধারণ জ্বালানির পরিবর্তে LNG অর্থাৎ তরল প্রাকৃতিক গ্যাস এবং তরল অক্সিজেন (LoX) ব্যবহার করা হবে । এটি যেমন লাভজনক তেমনি দূষণমুক্ত ।"

যে দলটি এই ক্রায়োজেনিক ইঞ্জিনটি পরীক্ষা করেছে তার নাম লিকুইড টিম । এতে প্রায় 15 জন তরুণ বিজ্ঞানী কাজ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.