ETV Bharat / lifestyle

চিনের সঙ্গে কী সম্পর্ক ? গুগল ও পেটিএম-কে প্রশ্ন সংসদীয় কমিটির

author img

By

Published : Oct 30, 2020, 4:00 PM IST

google
google

গুগল ও পেটিএম-র বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল । সেই অভিযোগের ভিত্তিতেই দুই সংস্থার আয়-ব্যয় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছিল সংসদীয় কমিটি ।

দিল্লি, 30 অক্টোবর : গুগল ও পেটিএম-র চিনা বিনিয়োগকারী নিয়ে প্রশ্ন করল যৌথ সংসদীয় কমিটি । পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের আওতায় এই প্রশ্ন করে কমিটি । ভারত থেকে গুগল কত টাকা উপার্জন করেছে, সেই বিষয়েও প্রশ্ন করে তারা।

চিনের সঙ্গে গুগুলের কী যোগসূত্র রয়েছে, সেই বিষয়েও প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর । ভারত থেকে কত টাকা উপার্জন করেছে এবং কত পরিমাণ কর্পোরেট কর দিয়েছে গুগল, সেই বিষয়েও প্রশ্ন করা হয় । সব তথ্য জানিয়ে বিস্তারিতভাবে লিখিত জমা দিতে বলা হয়েছে গুগলকে ।

গুগল ও পেটিএম-র বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল । সেই অভিযোগের ভিত্তিতেই দুই সংস্থার আয়-ব্যয় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছিল সংসদীয় কমিটি ।

গুগলের প্রতিনিধি কমিটিকে জানায়, তারা নিজেরাই চিন থেকে সরে এসেছে । কিন্তু গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার দেশের অনেক মোবাইল ফোন নির্মাতা ব্যবহার করে । সেক্ষেত্রে গুগলের সঙ্গে চিনের যোগ কোথায়, প্রশ্ন করে কমিটি ।

পেটিএম জানায়, চিনা কোম্পানি আলিবাবা তাদের বিনিয়োগকারী ছিল । কিন্তু কম্পানির কোনও কার্যক্রমে তাদের কোনও হাত ছিল না ।

গুগলকে প্রশ্ন করা হয়, তাদের বিভিন্ন মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কতটা নিরপেক্ষতা আছে । একইসঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তারা কোথায় জমা রাখে সে বিষয়েও প্রশ্ন করা হয় গুগল ও পেটিএম-কে ।

সংসদীয় কমিটি সমন পাঠিয়েছিল গুগল ও পেটিএম-কে । এই কমিটির প্রধান BJP সাংসদ মীনাক্ষি লেখি । 2019 সালে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.