ETV Bharat / jagte-raho

হাসপাতাল থেকে শিশু চুরি, গ্রেপ্তার 2

author img

By

Published : Dec 31, 2019, 5:07 AM IST

arrested
ধৃত 2 জন

পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে ওই শিশুকে চুরি করে বিক্রি করে দিতে চেয়েছিল । এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে ।

কলকাতা, 31 ডিসেম্বর : হাসপাতালে ছেলেকে বসিয়ে ওষুধ কিনতে গেছিলেন মা ৷ ফিরে এসে আর দেখতে পাননি ৷ তড়িঘড়ি পুলিশে অভিযোগ করেন ৷ শিশু চুরি অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ । নাদিয়াল থানা এলাকার সবকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে পুলিশ পাহারা শুরু হয় । পাশাপাশি ঘোষণা করা হয় স্থানীয় মসজিদগুলি থেকে । আর তাতেই উদ্ধার হল চুরি যাওয়া শিশু । ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।


কলকাতায় শিশু চুরি গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ ৷ শিশু চুরির পর বিক্রি করে দেওয়া হয় । অনেক সময়েই নিঃসন্তান দম্পতিরা কেনেন শিশু । বছর কয়েক আগে বেশ কয়েকটি নার্সিংহোমের নাম জড়িয়ে ছিল শিশু বিক্রি চক্রে । জানা যায়, লাখ লাখ টাকায় বিক্রি হয় শিশু । সেই চক্রের পরদা ফাঁস হয়েছিল । অভিযোগ, অনেক সময়ই আবার চুরি করা শিশুদের কোলে নিয়ে রাস্তায় ভিক্ষা করে অনেক মহিলা । তাদের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় । অভিযোগ, শিশু চোররা ঘুরে বেড়ায় হাসপাতালগুলিতে । গতবছর আর জি কর হাসপাতাল থেকে চুরি যায় এক শিশু । যে মহিলা ওই শিশু চুরি করেছিল তার CCTV ফুটেজও পাওয়া গেছিল । কিন্তু তারপর তার কোন হদিস পাওয়া যায়নি ।

couple with son
সন্তানকে ফিরে পেয়ে স্বস্তিতে দম্পতি

একইরকম ঘটনা ঘটে গতকাল । দুপুর আড়াইটে নাগাদ নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন এক দম্পতি । তাঁদের নাম আহমেদ খান এবং শবনম পারভিন । তাঁরা অভিযোগ করেন, সোমবার সকালে শবনম তাঁর তিন বছরের শিশুপুত্র এবং ছয়মাসের শিশুকন্যাকে ডাক্তার দেখাতে গার্ডেনরিচ স্টেট জেনেরাল হাসপাতালে গেছিলেন । এরপর তিনি শিশুকন্যাকে কোলে নিয়ে ওষুধ কিনতে যান । একটা জায়গায় বসিয়ে রেখেছিলেন শিশুপুত্রকে । ফিরে এসে ছেলেকে দেখতে পাননি ৷

এরপরই তিনি দ্রুত ফোন করেন আহমেদকে । দু'জনে চলে আসেন নাদিয়াল থানায় । পুলিশ নাদিয়াল থানা এলাকার সবকটি এন্ট্রি পয়েন্টে শুরু করে তল্লাশি । পাশাপাশি স্থানীয়দের সাহায্য নেওয়ার জন্য মসজিদগুলি থেকে ঘোষণা করা হয় এই শিশু চুরির বিষয়ে । ফলে এগিয়ে আসে স্থানীয় মানুষজনও । তাতেই আসে সাফল্য । সাড়ে তিনটে নাগাদ নাদিয়াল থানা এলাকার সাতঘরা লেন থেকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় ওই শিশুকে । গ্রেপ্তার করা হয় 19 বছরের শাবানা বিবি এবং কুড়ি বছরের সাবিনা বিবিকে । জেরায় দু'জন স্বীকার করেছে, তারা একটি শিশু চুরি চক্রের সদস্য । জানিয়েছে, ওই শিশুকে চুরি করে বিক্রি করে দিতে চেয়েছিল । এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে । পুলিশের ধারণা, এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে বড়সড় শিশু চুরি চক্রের খোঁজ ।

Intro:কলকাতা, 30 ডিসেম্বর: হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে চুরি হয়ে যায়। পুলিশে তড়িঘড়ি জমা পড়ে অভিযোগ। হুলুস্থুল পড়ে যায় নাদিয়াল থানা এলাকায়। শিশু উদ্ধারে কোমর বেঁধে মাঠে নামে পুলিশ। নাদিয়াল থানায় এলাকার সবকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে পুলিশ পাহারা শুরু হয়। পাশাপাশি ঘোষণা করা হয় স্থানীয় মসজিদগুলি থেকে। আর তাতেই উদ্ধার হল চুরি যাওয়া শিশু। ঘটনায় 2 শিশু চুরি চক্রের পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



Body:কলকাতায় সক্রিয় রয়েছে শিশু চুরি গ‍্যাং। অভিযোগ, এই শিশুদের চুরি করে বিক্রি করে দেওয়া হয় বেআইনিভাবে। অনেক সময়েই নিঃসন্তান দম্পতিরা কেনেন শিশু। বছর কয়েক আগে বেশ কয়েকটি নার্সিংহোমে নাম জড়িয়ে ছিল শিশু চুরি চক্রে। জানা যায়, লাখ লাখ টাকায় বিক্রি হয় শিশু। সেই চক্রের পর্দা ফাঁস হয়েছিল । অভিযোগ, অনেক সময়ই আবার চুরি আবার শিশুদের কোলে নিয়ে রাস্তায় ভিক্ষা করে অনেক মহিলা। তাদের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সাম্প্রতিক ইতিহাস বলছে, শিশু চোররা ঘুরে বেড়াচ্ছে হাসপাতালগুলিতে। গতবছর আরজিকর হাসপাতাল থেকে চুরি যায় এক শিশু। যে মহিলা ওই শিশু চুরি করেছিল তার সিসিটিভি ফুটেজ ও পাওয়া গিয়েছিল। কিন্তু তারপর তার কোন হদিস পাওয়া যায়নি। একই ঘটনা ঘটল আজ।


Conclusion:পুলিশ সূত্রে খবর, আজ দুপুর আড়াইটে নাগাদ নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন এক দম্পতি। তাদের নাম আহমেদ খান এবং শবনম পারভীন। তারা জানান, আজ সকালে শবনম তার তিন বছরের শিশু পুত্র এবং ছয় মাসের শিশু কন্যাকে ডাক্তার দেখাতে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন। হঠাৎই শবনম আবিষ্কার করেন তার শিশুপুত্র নেই। তিনি শিশু কন্যাকে কোলে নিয়ে ওষুধ কিনতে গিয়েছিলেন। একটা জায়গায় বসিয়ে রেখেছিলেন শিশুপুত্রকে। আর তার মাঝেই তাকে তুলে নিয়ে যায় কেউ। এর পরেই তিনি দ্রুত ফোন করেন আহমেদকে। তাহলে দুজনেই চলে আসেন নাদিয়াল থানায়। পুলিশ নাদিয়াল থানায় সবকটি এন্ট্রি পয়েন্টে শুরু করে তল্লাশি। পাশাপাশি স্থানীয় মানুষজন দের সাহায্য নেওয়ার জন্য মসজিদগুলি থেকে ঘোষণা করা হয় এই শিশু চুরির বিষয়ে। ফলে এগিয়ে আসে স্থানীয় মানুষজনও। তাকেই আসে সাফল্য। সাড়ে তিনটে নাগাদ নাদিয়াল থানা এলাকার সাতঘরা লেন থেকে উদ্ধার করা হয় ওই শিশুকে। গ্রেফতার করা হয় 19 বছরের শাবানা বিবি এবং কুড়ি বছরের সাবিনা বিবিকে। জানা গেছে, তারা একটি শিশু চুরি চক্রের পান্ডা। জেরায় তারা স্বীকার করে নিয়েছে সেটি। জানিয়েছে, ওই শিশুকে টাকা চুরি করে বিক্রি করে দিতে চেয়েছিল। এই চক্রে আরো কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। পুলিশের ধারণা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে বড়োসড়ো শিশু চুরি চক্রের খোঁজ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.